আমাদের কথা খুঁজে নিন

   

কিরে, রোজা রাখসিস?

লেখা দেখুন; লেখককে নয় । আগামীকাল থেকে রোজা শুরু। সকল্কেই মাহে রমজানের শুভেচ্ছা। রোজা আসলেই একটা জিনিস অনেকের মধ্যে দেখা যায়। কেউ কেউ থাকে, যাদের কাজই হলো জনে জনে গিয়ে জিজ্ঞেস করা "কিরে, রোজা রাখসিস?" অপরপক্ষও আরও সিরাম,প্রতিউত্তর ঃ " রাখসি মানে, সবাইকে নিজের মত ভাবস ক্যান ?" প্রথমজন ঃ আমি তো রাখসিই , ভাবলাম তুই রাখসস কিনা তাই জিজ্ঞেস করলাম।

" ব্যস শুরু হয়ে গেল নিজের রোজা রাখার প্রচারণা । যেখানে বলা হইসে ভাল কাজ এমনভাবে করতে, যাতে ডান হাতের দান বাম হাত না জানে; এমন গোপনে । অথচ এখানে মাইকিং শুরু হইসে। এসব কাজ ছোট বাচ্চাদের মানায়। " জানিস জানিস, আমি না আজকে রোজা রেখেছিই।

তুই রেখেছিস?" "আল্লা না, জানিস আমার আম্মু না রাখতে দেয় নাই; বলেছে আমি ছোট , বড় হয়ে রাখব। " এগুলা বাচ্চাদের জন্য ঠিক আছে , কলেজ- বিশ্ববিদ্যালয়ের কাউকে এভাবে মানায় না। বাই চান্স, ২য় ব্যাক্তি যদি রোজা না রাখে? তখন আরও প্যাঁচাল । অবধারিত প্রশ্ন "কেনও রাখস নাই ?" আরে ভাই, আল্লাহ পাক কি বলসেন হে বান্দা, তুমি জনে জনে গিয়া খোঁজ নাও কে কে রোজা রাখসে আর কে কে রাখে নাই? মোটামুটি ১৫-১৬ বছরেই একজন মুসলিম বুঝতে পারে নামাজ- রোজা কি; কি করা উচিত-অনুচিত। এর পরেও কারো কাছে কৈফিয়ত চাওয়ার মানে কি ? রাখলে তো ভালই, না রাখলে তার কৈফিয়ত চাইবেন আল্লাহ পাক শেষ বিচারের দিনে।

খামোখা কে রাখসে না রাখসে এগুলা জিজ্ঞেস করে নিজের রোজা হালকা করার দরকার কি? এর মাধ্যমে তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের রোজা রাখার কথাই প্রকাশ পাচ্ছে। অথচ রোজা হলো এমন ইবাদত যাতে নাফসের এবং রিয়ার অবকাশ থাকে না। প্রিয় রোজাদার ভাই/বোন, আপনি রোজাদার খুব ভাল কথা। এখন চুপ যান । যেখানে আল্লাহ বলেছেঃ " রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেবো " সেখানে কে রোজদার কে বেরোজদার তা জেনে আপনার কি লাভ? বরং নিজের রোজা যাতে কবুল হয়, সেই বিষয়ে সতর্ক থাকুন।

খামোখা অন্যের পাপ-পুণ্যের সাক্ষী হবার দরকার কি? কিরামান-কাতিবিনের কাজ তাদেরকেই করতে দিন। আর দয়া করে গালাগালি করবেন না;মুখ খারাপ করবেন। খুব কাছের বন্ধুকেও গালিসুচক সম্বোধন করবেন না। " কিছু রোজাদার এমন যারা শুধু ক্ষুর্ধাত থাকে এছাড়া আর কোন কিছু লাভ করে না। "-- এই দলের অন্তর্ভুক্ত হতে কেউ চায় না।

মহান আল্লাহ পাক সকলের রোজা কবুল করুন। (আমিন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।