বা
পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ফকির আবদুল মালেক
১. আজ রাশেদুল বারীর জন্মদিন। জ্যৈষ্ঠের সকালে তিনি জেগে উঠলেন। বাগানে পাখিরা গান গেয়ে উঠল। জানালা দিয়ে কমলা রঙের রোদ, তার মেঝেতে বিছানো বিছানা ছাড়িয়ে, বিবর্ণ হয়ে যাওয়া ফলের ছবিযুক্ত ওয়াল পেপারে আছড়ে পড়েছে।
“আজ আমার জন্মদিন”, অবশেষে তিনি আপন মনে বললেন, “আজ আমি ছিয়াত্তুরে।
দিনগুলো কত দ্রুত পালিয়ে গেল। ”
তোষকটি বহুদিনের পুরানো আর বহু ব্যবহৃত। এখানে সেখানে শক্ত হয়ে উঠেছে। কখনও কখনও শরীরে ব্যাথা তৈরী করে। তিনি উঠলেন।
জানালায় ঝুলানো টি-শার্টটি গায়ে চাপলেন আর বাগানের কাজে লেগে গেলেন। অনেক কাজ জমে আছে। আগাছারা বেয়াদবের মতো বুক উচিয়ে আন্দোলনরত। ওদের পিষিয়ে ফেলতে হবে। দ্রুত কাজে লেগে গেলেনে।
পিঠ টান টান হয়ে উঠে। অবশেষে তার ইচ্ছাটা জয়ী হয়। বাগানে গোলাপগুলো হাসছে, গাঁদাগুলো জ্বলন্ত অগ্নিশিখার মতো জ্বলে উঠছে।
“আজ আমার জন্মদিন”
ওদিকে একটি কুকুর ঘেউ-ঘেউ করে উঠছে ক্ষণে ক্ষণে। কাঁঠাল গাছটা চড়–ইয়ের কিচির-মিচিরে মুখরিত।
এ দিকটায় ফলের বাগান। আম গাছগুলো তার শেষ সন্তানদের হারিয়ে বাজা মেয়ে মানুষের মত উড়নচণ্ডি। নিচে বিড়ালটা কৌসুলী হয়ে লুকিয়ে আছে। ভেঙ্গে পড়া পাখির বাসার ভিতর, গতদিনের একটি ছোট পাউরুটির টুকরা থেকে টুকু টুক করে খেয়ে যাচ্ছে একটি ইঁদুর। সূর্যটা দাপট নিয়ে এগিয়ে আসছে মেঘমুক্ত আকাশে।
বায়ুহীন একটি গরমের দিন এগিয়ে আসছে সময়ের রথে চড়ে। রাশেদুল বারী, ছিয়াত্তর, রান্না ঘরে বসে আছেন। নিরবতা। বাড়িটির উপরে মজবুত ছাদ, কনক্রিটের; গ্যাসের চুলায় লকলকে আগুন। বারী চিকন হাতে কৌটা থেকে টোস্ট নিয়ে যখন রুমে প্রবেশ করলেন, তার পায়ের আঘাতে কার্পেট থেকে ধুলু উড়ে তীর্যক কোমল আলোতে স্পষ্ট বলয় তৈরী করে ঘুরপাক খাচ্ছে।
বারী তার রিডিং রুমে এসে বসলেন। পত্রিকার পাতায় খুজে খুজে দেখলেন কোন্ কোন্ পণ্যের ডিস্কাউন্ট দেয়া হয়েছে। বারী কখনও দেশের বাইরে যান নি। তৃষ্ণার্ত হৃদয় নিয়ে পরীক্ষা করলেন, না কোন চিঠি আসেনি, না জন্মদিনের কোন শুভচ্ছো কার্ড, না বিদেশ থেকে না দেশ থেকে। ছেলে মেয়েরা যার যার জীবন নিয়ে ব্যস্ত- এই দিনটির খবর কে রাখে ?
২. “সময় উড়ছে”- তিনি বললেন।
প্রায়ই নিজে নিজে কথা বলে উঠেন, কে শুনবে আর! তিনি টিভি রুমে এসে বসেন পুরান দিনের ঘড়ির ঘণ্টাটা বেজে উঠে প্রতিঘণ্টা পর পর। একগুয়ে। টিভি অন করেন। নানা দেশের নিউজ চ্যানেলগুলোতে ঘুরেন। যখন টিভি বন্ধ করেন নানা দেশের খবরগুলো তাকে আক্রান্ত করে।
মৃত শিশু আর বেদনায় পৃথিবীটা পরিপূর্ণ হয়ে উঠছে। খারাপ সংবাদগুলো টিভি বিজ্ঞাপনের জিঙ্গেলের মত বিনোদন দিচ্ছে। পৃথিবীটা একটা নিষ্ঠুর ধ্বংসের লীলাক্ষেত্র হয়ে উঠেছে আর কেউ দেখার নেই। মাঝে মাঝে বারী অদ্ভুত ভাষার চ্যানেলগুলো দেখেন, ভাষা বোঝা যায় না কিন্তু সংবাদদাতার চোখের চিক চিক ভাব দেখে বুঝা যায় যে, শিশু ধর্ষণের খবর দিচ্ছেন। মিডিয়াগুলো সাধারণ শ্রোতা-দর্শকদের হৃদয়ে আঘাত দিতে ভালবাসে।
তারা ধ্বংস আর প্রবঞ্চনা-নির্যাতনকে বিনোদন হিসাবে উপস্থাপন করে।
একা একা কিছুক্ষণ হেসে উঠেন বারী। তিনি বাইরে বেরুবার পোষাক পরে নেন। জানালা, দরজা ঠিকমত বন্ধ করেছেন কিনা একবার পরীক্ষা করে নেন। কিছুদিন আগে তাকে নুতন হাড়ি-পাতিল কিনতে হয়েছে ছোচড়া চোরেদের হাতে এসব খুইয়ে।
বাইরে থেকে তিনি, লোহার দরজাটা টেনে ধরেন। লোহায় মরিচা ধরে গেছে, তার মত, তিনি ভাবেন।
‘হায়রে দুনিয়া!’ বলে তিনি সামনে তাকান।
সীমা সূর্য্যরে আলোর মত হেসে দাঁড়িয়ে আছে।
‘হ্যাপী বার্থডে, রাশেদুল বারী’।
বারী তেমন অবাক হলেন না, আনন্দে ভেসে গেলেন না, কারণ তিনি জানেন সীমা বাস্তবিক অর্থে এখানে নেই।
সীমা, পনের বছরের। বারীর সাথে সারাক্ষণ লেগে থাকে। সে তার পিছন পিছন হেঁটে বেড়ায়, যখন বারী পার্কে বসেছিল, সীমা একটা গাছের নিচে দাঁড়িয়ে। জবাবদেহিতার মতো বলছে- “আমি ভূলতে পারিনা, মি: বারী”
- ‘আমি জানি, আমি জানি’
- ‘তুমি কি আমাকে আবার খেলবে ? খেলবে ?’
- ‘আমি তা পারিনা।
তুমি মৃত। ’
৩. সূর্য্যটা সামান্য উপরে উঠে গেছে। সীমা ছায়ার মতো তাকে অনুসরণ করে যাচ্ছে।
‘বেচারা সীমা’ বারী ফিসফিস করতে থাকে, ‘আমার মৃত প্রেমিকা’।
বারী সচরাচর সুপার মার্কেটগুলো এড়িয়ে চলেন।
ওটা অনেক জটিল আর কোলাহলে মুখরিত। মানুষের বিকট চিৎকার। বাচ্চারা হাফিয়ে উঠে কান্না শুরু করে দেয়। চেংরা বয়সের যুবকেরা কানে দুল লাগিয়ে দাঁড়িয়ে থাকে। তারা চোখ দিয়ে ধর্ষণ করতে থাকে তারা ভীড় পছন্দ করে, দ্রুত সামনে এগিয়ে যায়।
যুবতীরা এসব কোলাহল, ভীড় অপছন্দ করে বলে মনে হয়না। তারা আরো বেশি প্রত্যাশা করে। গৃহিনীরা তাড়াহুরা করতে থাকে। তাদের বাচ্চারা কাঁদে, কাজের বুয়ারা তাদের সামলায়, নিজেরা একটু স্বাধীনতা উপভোগ করে নেয়। সুপার মার্কেটগুলো কোলাহলে মুখরিত, দ্রুত পদচারণায় চঞ্চল আর বারীর নিকট বিরক্তিকর আর একা।
তিনি ছোট বাজারে যান। পরিচিত দোকানা থেকে দুধ, ডিম, পাউরুটি কিনেন। পাশের টেইলারিং দোকানটা মহিলা দ্বারা পরিচালিত। ত্রিশ বছরের মধ্যবয়সী তা পরিচালনা করে। বারী প্রায় সেখানে যান, গল্প করেন, চা খান।
‘কেমন চলছে দিন’ ? মহিলা জিজ্ঞাসা করে।
‘ভাল। আল্লাহকে শুকরিয়া, তিনি ভালই রেখেছেন। তুমি’ ?
‘এই যাচ্ছে চলে................
জীবনটা ভদ্রোচিত মিথ্যার সাথে সংগ্রামরত।
বারী তাতিয়ে উঠা রাস্তাদিয়ে হেঁটে যান, হাঁফিয়ে উঠেন, ভাবেন বয়সতো আর কম নয়, ছিয়াত্তর।
বাড়ি ফিরে আসেন। বিশাল দোতলা বাড়ি। সামনে ফুলের বাগান, পিছনে ফলের গাছ দ্বারা পরিবেষ্টিত সবুজের সমারোহ। এখানে রাশেদুল বারী একা থাকেন। তিনি দোতলার খোলা বারান্দায় আরাম চেয়ারে হেলান দিয়ে বসেন।
এখান থেকে রাস্তাটা দেখা যায়। গার্লস স্কুলের মেয়েরা ছুটির পর পরস্পর গল্প করতে করতে বাড়ি ফেরে। চুপ করে বসে থেকে তিনি তাদের দেখে যান। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটে ছেলেগুলোর গতিবিধি তিনি দেখতে থাকেন আর ভাবেন, ‘আমি খুশি যে আমি আর যুবক হবো না। ’
বায়ুহীন উত্তপ্ত দিন।
অসহ্য। দীর্ঘ সময়। একা। ভালো লাগে না। তিনি বই পড়ার চেষ্টা করেন।
চশমার পাওয়ার এতোটা বেশি নয় যে তিনি অক্ষরগুলো স্পষ্ট দেখতে পান। চশমাটা বদলাতে হবে। তিনি ভাবেন। একটি মুচকি হাসি তার ঠোটের কোণে ভেসে উঠে।
৪. সীমা ফিসফিস করে বলে যাচ্ছে এবং তার মাথার ভিতর চক্রাকারে একটি ঘণ্টা বেজে যাচ্ছে।
“আমার সীমা, সীমা আমার, আমার সীমা। ”
বারী চোখ দুটি মুদিত। বিকার গ্রস্থ রোগী, বিড়বিড় করছে সে, একটা জীবন্ত স্বপ্ন যেন এবং তিনি স্পষ্ট কলিংবেল শুনতে পেলেন। তিনি পিতলের দরজাটা খুলে দিলেন। দরজার ওপাশে সীমা দাঁড়িয়ে, পনের আর লাবন্যময়ী, সূর্য শিখার মতো উজ্জ্বল।
সীমা নারী আর বালিকার মাঝামাঝি, টলমল লাস্যময়ী।
‘তুমি কি আমাদের সাথে খেলতে আসবে না, বারী?’
পিছন থেকে আর একটি ভূত, বারীর মা হাসছেন। সেই হাসিতে দৃশ্যপট বদলে গেল। “শুন সীমা, বারী আমার জন্য কিছু মার্কেটিং করতে যাবে, তুমি কি যাবে তার সাথে ?”
সীমা যেন এটুকুরই প্রতীক্ষায় ছিল। বারী, ষোল, হাস্যময়ী যৌবতী মেয়ের সঙ্গ পাবার প্রত্যাশায় উল্লাসিত হয়ে উঠল।
সীমা আর বারীকে দরজা পর্যন্ত এগেিয় দিল মা। মায়ের উৎকণ্ঠা প্রকাশ পেল তার কণ্ঠ স্বরে। রাস্তা সাবধানে পারাপারের পরামর্শ দিলেন। আর এমন আশংকা করলেন যেন সমস্ত রাস্তা জুড়ে ম্যালেরিয়া, হাম, পলিও’র জীবানু গিজগিজ করছে। একজন মা যেমন করেন।
সীমা এবং বারী, স্বপ্নগ্রস্থ, চুম্বকের মত আকর্ষণ বোধ করতে থাকলো। তারা অযথাই কথা বলছে, হাসছে। পরস্পর ভালবাসায় পতিত দুটি উল্লাসিত আবেগ প্রবণ যুবক-যুবতী। সীমা’র দাড় কাকের মত কুচকুচে কুকড়ানো চুল, মাঝে মাঝে সরিয়ে নিচ্ছে যা বার বার তার চেহারাকে ঢেকে দিচ্ছিল। আর বারী তাকে পূর্ণিমার চাঁদ ছাড়া কিছ্ইু ভাবল না।
‘তুমি কি সবসময় আমাকে ভালবাসবে ?’ বারী জানতে চায়।
‘সবসময় এবং এখন’ বলে সীমা বারীর হাতটা ধরে রাখল। বারী সেই স্পর্শে গভীরভাবে কেঁপে উঠল। তারা মার্কেটিং এর পরিবর্তে পার্কের নির্জন স্থানে বসে রইল দীর্ঘ সময়। তারপর তাদের মুখ কথা বলল না আর, চোখ দুটি কথা বলল, ঠোট দুটি অপর দুটি ঠোটে আশ্রয় নিল।
চলবে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।