আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ থেকে সংসদ ভবন,তাই প্রাপকঃ ১- শাহবাগ নিয়ে যারা বেচা বিক্রি হয়েছে কিংবা হওয়ার লাইনে আছে তাঁরা, প্রাপকঃ২- মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয়নেতা ,তাই প্রাপকঃ ১- শাহবাগ নিয়ে যারা বেচা বিক্রি হয়েছে কিংবা হওয়ার লাইনে আছে তাঁরা, প্রাপকঃ২- মাননীয় প্রধানম

ডেইলি ইন্ডিপেন্ডেন্ড আজকে প্রকাশিত আমার এক লেখা নিচের লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে হবে প্রথমেই। নিচে লিঙ্ক দিলাম বীরেরা মরার আগে মরে না,তাই লিখে দিলাম,ঝুঁকি নিলাম,আমজনতার হয়ে!!!! এটি এই গরীবের লেখা একটি ইংরেজি সংবাদের চূড়ান্ত ভার্সন। সময় পেলে কেউ পরে নিবেন। লেখাটা রেডি করার সময় মনে পড়েছিল নিচের কথা গুলো। সংবাদের শানে নযুল হিসাবে দিয়ে দিলাম।

এই সাত কমরেডদের জন্য এই পাগলের বিশেষ আশীর্বাদ ছিল,আছে এবং থাকবে। প্রিয় শান্তি প্রিয় দেশবাসি,আপনারা চাইলে মসজিদে,মন্দিরে কিংবা একান্ত নিজের মতো করে নিরবে আমার এই সাত বিপ্লবীদের জন্য অর্চনা করবেন,প্লিজ। আরেক কথা,শাহবাগের আমজনতারা কোন নাটক দেখতে চাই না,বিশেষ করে যারা.........। । আমি কাউকে আমার রক্তে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে শহীদ জননী জাহানারা ইমামের গণআদালত বসিয়ে বিচার করতে চাই না,সত্যি,তবে ............।

দালালি করা আমার কিন্তু একদমই অপছন্দ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার সময় নেই আমার,ফাসি চাই না,সব ঘাতকদেরই গুলি করে মারার ফ্রি লাইচেন্স চাই,দিবেন???? কিন্তু লাইচেন্স করা হাতিয়ার আমার কাছে খুব বেশি ওজন লাগে,তাই আমার পছন্দ............। মহান স্বাধিনতার মাস হিসাবে দেশি-বিদেশি কিছু দালালদের শেষবারের মতো ক্ষমা করে দিলাম। (প্রাপকঃ শাহবাগ নিয়ে যারা বেচা বিক্রি হয়েছে কিংবা হওয়ার লাইনে আছে তাঁরা) দেশের সব আমজনতাকে,বিশেষ করে আপনাদের দুই প্রধান নেত্রিদের মহান জাতীয় সংসদের রাস্তায় আজ সকাল থেকে শুরু হওয়া চূড়ান্ত গণজাগরণে আমন্ত্রণ। কথা দিচ্ছি এখানে কেউ বেচা বিক্রির চিন্তা করলে আমি তাঁদেরকে আমার নিজের আদালতেই বিচার করবো,ইনশাল্লাহ।

কিন্তু আপনারা দুই নেত্রিরা সময় থাকতে আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসুন,দয়া করে। আমি রাজনীতি বুঝি কম। (প্রাপকঃ মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয়নেতা) নীচের লিংকে ক্লীক করলে সংবাদটি পড়া যাবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.