সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগ যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ।
তিনি কথা বলতে চাইছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের স্লোগানে তিনি কথা বলার কোনো সুযোগই পাননি।
এক পর্যায়ে হানিফকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। প্রতিকূল পরিস্থিতিতে কোনো বক্তব্য না দিয়েই শাহবাগ ছাড়েন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
হানিফের আগে বুধবার রাতে শাহবাগ গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
কিন্তু বিক্ষোভের মুখে তিনিও কোনো কথা বলতে পারেননি।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, নৌমন্ত্রী শাজাহান খানসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা এর আগে গত দুদিনে শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
হানিফের আগে বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীও।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়ার পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জনতা, বিশেষ করে তরুণরা।
শুক্রবার শাহবাগে মহাসমাবেশের কর্মসূচিও দিয়েছে তারা।
শাহবাগ থেকে হানিফ যান কেন্দ্রীয় শহীদ মিনারে, কাদের মোল্লার ফাঁসির রায় চেয়ে সেখানে কর্মসূচি পালন করছিল সেক্টর কমান্ডার্স ফোরাম।
হানিফ ওই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বলেন, কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমও শাহবাগের আন্দোলনে সংহতি জানিয়ে একই বক্তব্য দেন।
বিস্তারিত Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।