সিমপ্লেসট ইন টেস্ট বাট স্যাটিসফাইড অনলি উইথ দা বেস্ট আর কিছুক্ষনের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক ও সমমানের ফলাফল। অনেকের বাড়িতে মিষ্টির ছড়াছড়ি হবে। কারোর হয়ত আজ রাতে খাবার জুটবে না। জুটবে তিরস্কার কিংবা বন্ধুদের হতবাক করুনার দৃষ্টি। আজ যে ফলাফলকে মনে হচ্ছে জীবনের একমাত্র বিষয় একদিন অবাক হয়ে দেখবে এই ফলাফলের কথা কেউ জিজ্ঞেসও করে না।
জীবনের প্রথম কঠিন তম এই পাবলিক পরীক্ষার ফলাফল কিন্তু সত্যিই কোন কাজে লাগে না।
ফলাফল যা ই হোক সহজভাবে গ্রহন কর। জীবনে যে প্রথমবার ব্যর্থ , সফল হবার সম্ভাবনা তারই সবচাইতে বেশি থাকে।
আজকে এই লেখাটা যখন লিখছি তখন আমার এক বোকা বন্ধুর কথা খুব মনে পড়ছে। সামান্য টার্ম পরীক্ষার প্রথম স্থান পাবে না এই ব্যর্থতায় আজকে থেকে ঠিক ৬ বছর আগে আজকের এই দিনে সে চলে গিয়েছিল।
ওই পরীক্ষায় যে ফেল করেছিল একবছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভরতি পরীক্ষায় সে হয়েছিল দ্বিতীয়। জীবন একটি পরীক্ষার ফলাফলে থেমে থাকে না। কিন্তু সে থেমে গেছে ৬ বছর আগেই। ছবির বয়স বাড়ে না।
রবি ঠাকুরের কথাটি মেনে নেয়া কষ্ট তবু মেনো " ভাল মন্দ যাহাই ঘটুক সত্যরে লও সহজে।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।