17-18 নভেম্বর ছিল লিওনিড উল্কা বৃস্টির দিন। গত মধ্যরাতে আমি প্রথম ঘন্টায় 10 টি দ্বিতীয় ঘন্টায় 16 টি উল্কাপাত দেখেছি, এর মধ্যে 4 টি ছিল বেশ বড় এবং প্রচন্ড উজ্জল। উল্কা গুলো চলে যাবার পরে ও আকাশের বুকে আলোর রেশ ছিল প্রায় 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত। এই ধরনের উল্কাকে সাধারনত ফায়ার বল বলে। লিওনিড উল্কা পাত প্রচন্ড গতি সম্পন্ন, এগুলির গতি থাকে ঘন্টায় প্রায় 158,000 মাইল।
এবং এগুলো ভূপৃস্ঠ থেকে 70 মাইল উপরে বাতাসের ঘর্ষনে জ্বলে উঠে। এবারে এই উল্কাপাতের সংখ্যা ছিল অনেক কম,2001 এবং 2002 সালে এই উল্কাপাতের সংখ্যা ছিল প্রতি ঘন্টায় প্রায় 3,000 টি। এবারে আকাশে ছিল last quarter moon এর ফলে ছোট আকারের উল্কা চাঁদের আলোর জন্য দেখা যায়নি। গত রাতে তোলা কিছু ছবি দিলাম এর মধ্যে তিন এবং চাঁর নম্বর ছবিতে ISO বেশী বাড়িয়ে দিয়েছিলাম যার কারনে ছবির ভিতরে কিছু নয়েজের সৃস্টি হয়েছে । দুই নম্বর ছবির উল্কা পিন্ডটি এতই উজ্জল ছিল যে আলো প্রতিফলিত হয়ে ঐভাবে ছড়িয়ে পরেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।