গত রাতে এবং আজকে রাতে লিওনিড উল্কা বৃস্টি হবে। ধূমকেতু টেম্পল-টার্টল পৃথিবীর কক্ষপথে যে টুকরা অংশ ফেলে গেছে গতকাল এবং আজকে এই টুকরা গুলোর ভিতর দিয়ে পৃথিবী চলে যাবে।আজকে রতে প্রতি ঘন্টায় ২০- ৩০ টি উল্কা দেখতে পাবেন। মধ্যরাতে কোন অন্ধকার স্হানে গিয়ে পৃর্ব আকাশে দিকে সাথে দেয়া আকাশের ম্যাপ দেখে সিংহ (Leo) রাশি খুজে বের করুন এবং সেই দিকে তাকিয়ে থাকুন,অব্যশই আপনারা উল্কাপাত দেখতে পাবেন। গত রাতে আমি প্রথম ঘন্টায় 12 টি দেখতে পেরেছি এর দুটি ছিল অনেক উজ্জল প্রথম শ্রেনীর চেয়েও।বিকিরন কেন্দ্রের ম্যাপ সাথে দিয়ে দিলাম, ছবিটি গত রাতে তোলা। ম্যাপ সৌজ্যন্যে:http://www.google.com/#sclient=psy-ab&hl=en&source=hp&q=night+sky+map+november+2011&pbx=1&oq=night+sky+map+november+2011&aq=f&aqi=g-b1&aql= বিঃদ্রঃ=Hold the map above your head for an accurate।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।