আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে আমার ওয়ালে লেখা গুলির উপযুক্ত জবাব (ব্যাফুক গো+এষণা মূলক এবং আত্মউপলব্ধিমূলক পোস্ট,বয়স ১+ হইলেই হবে)

অসাড় বিকলাঙ্গ হাতে অপার সুখের ছোঁয়ায় মগ্ন থাকি (কাহারো সাথে মেইল থাকলে টা কাকতাল মাত্র) আমার কিছু বন্ধু প্রায় আমার ফেসবুক ওয়ালে লেখা লেখি করে। মাঝে মাঝে মনে হয় ছিল্লা কাইটটা লবন মাখাইয়া রদে শুকাই। পরে শুতকি ভরতা দিয়া কুত্তারে ভাত খাওয়াই। তাদের লেখার উত্তর এইভাবে দিতে ইচ্ছা করে - ১) দোস্ত, তোরে খুব মিস করতেছি। উত্তরঃজবাব -১= হালার পুত,হারা দিন গার্লফ্রেন্ডের লগে ইটিস-পিটিস করবা,আর ওয়ালে লেখবা মিস।

জবাব ২ = শালা সেলফিশ,কোন প্রবলেম না হইলে তো মনে করস না। তোর মিসের খেতা পুরি। ২)দোস্ত তুই ভালো আসিস তো? উত্তরঃ হালার বান্দর,২ তিন মাস কোন খজ খবর নাই এখন আইছ পিরিত করতে। জা ভাগ। ৩)দোস্ত,কতদিন তোরে দেখি না।

জবাবঃ দেখবা ক্যামনে, সোনিয়ার লগে মহাব্বাত হইবার আগে নিয়মিত করিম ভাইর চার দোকানে আইতি। এক্ষণ তো তোর সিরিয়াল কইরা টিকিট কাইটা দ্যাখতে হয়। ৪)দোস্ত তোর প্রোফাইল পিকচার টা হেব্বি হইছে। (রমণীরা লেখে- প্রোফাইল পিকচার টা সুন্দর হয়েছে। ) উত্তরঃ দোস্ত,অনেক দিন পর এক্তু ফেয়ার অ্যান্ড আগলি মাইখা ছবি তুললাম।

কি করমু কা তর মত টেকা নাই যে পারলারে গিয়া হারবাল নিমু । ৫)দোস্ত,তোর মোবাইল অফ কেন? জবাবঃআমার নতুন নাম্বারটা দিছিলাম। হালার পয়া,সেভ করিশ নাই। সনিয়ার নাম্বার হইলে তো অন্তরে গাইথা রাখতি। দূরে গিয়া মর।

জবাব ২ ক্যান তোর আমি ঠিকাদারি নিছি নাকি। আমার বাসা তুমি চেননা। দরকার হইলে আসতে পাইরতা কিংবা একখান নিউজ দিতা। ৬)দোস্ত মনে আছে তো আমায়? জবাব -থাকব না মানে,সেই যে ২০০০ তাকা ধার নিলি তারপর তো গায়েব। তর মত দোস্তরে ভুলতে চাইলেও টাকার কথা মনে করতে গিয়া মনে পইরা যায়।

শালা নিমকহারাম। জবাব ২- কুত্তা তোর লগে সনিয়ার ব্রেকআপ হয় হয়। আমরা বাচাই দিলাম। হের পর দিয়া তুই গাপ মারলি তো মারলি......... ৭)দোস্ত,আসবি কবে......থেকে(ঢাকা,খুলনা)? জবাবঃ ক্যান,মতির চার দুকানে বিল দিবার পারতেছ না। জবাবঃ এইবার ঈদে তোর ডেটিং করার খরচ ধার দিবার কোন ইচ্ছা নাই।

তাই ঈদের আগের দিন আমু। গতবছর ধার নেয়া ২০০০ টাকা এখনো ফেরত দিশ নাই । ৮)দোস্ত,তুই কইরে...? জবাবঃ কি লাগবে অর্ডার দ্যান। আপনার উপকার কইরা দাদা হাতেম তাই হই। চিপায় না পরলে তো আপনার মুখ খান দেখা যায় না।

৯)দোস্ত,নোট খান দিলি নাত(রমণীরা লেখে- কই নোট টা দিলে নাত) জবাবঃ ছেলেদের জন্যঃ হারামজাদা গতবার আমার লেখা কপি কইরা দিয়া ধরা খাইয়া দুইজনে ০০ পাইলাম,তারপর তোরে দিমু...? জবাবঃ ক্যান মহুয়ার নাম্বারটার লাইগা কত ঘুরাইছছ,তারপর নিজেই প্রেম করলি। এহন দূরে গিয়া মর নারিদের জন্য জবাব-ক্যান সেকেন্ড বয় রাজুর টা নিলা,কত লাগে তোমার... ১০)দোস্ত,তোরে যে কি কইয়া ধন্যবাদ দিমু। থ্যাংকস। (রমণীরা লেখে-তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব,যাইহোক থ্যাংকস। ) জবাবঃ ছেলেদের জন্য ধন্যবাদ দিয়া কাম নাই,মাসের শেষে মেসের বিল দিতে হবে।

যে কইরা হউক টাকা ফেরত দিবি। : জবাবঃ মেয়েদের জন্য – পাট লইয়েন না আফা। সেইদিন আপনারে খাতা দিতে দুই মিনিট দেরি হইতে কি ব্যাবহার। ভাত তো পুরাই হজম হয়ে গেল। সেইদিন কইলাম চার বিল দিতে আপ্নে যেমনে আমার দিকে তাকাইলেন মনে হইল আপনার কাছ দিয়া আপনার কিডনি ধার চাইছি।

চেষ্টা থাকবে আর কিছু উত্তর দেয়ার। আপনার কাউকে এমন জবাব দেয়ার ইচ্ছা থাকলে দিয়ে দিন। আমি পারি নাই। কষ্ট করে পরার জন্য ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.