আমাদের কথা খুঁজে নিন

   

ভাললাগা ৫টা প্রিজন ব্রেক মুভিঃ ব্রেসো থেকে বর্তমান

seremos como el Che এ ম্যান এসকেপড্‌ সালঃ ১৯৫৬ পরিচালকঃ রবার্ট ব্রেসো অভিনয়ঃ ফ্রান্সিস লেতেরিয়র কিছু কথাঃ এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান্ড্রে ডেভিগনি বন্দী ছিলেন ফোর্ট মন্টলাক এ। তার স্মৃতিকথার উপর ভিত্তি করে মুভিটি নির্মিত। ফোর্ট মন্টলাকে তার বন্দী জীবন, পালিয়ে যাবার নানান পরিকল্পনা এবং সেটাকে বাস্তব রূপ দেবার ঘটনা বর্ণিত হয়েছে মুভিটিতে। মুভিটির ভাষা ফ্রেঞ্চ।

ডাউনলোড লিংকঃ টরেন্ট শশ্যাঙ্ক রিডেম্পশন সালঃ ১৯৯৪ পরিচালকঃ ফ্র্যাঙ্ক ডারাবন্ট অভিনয়ঃ টিম রবিন্স, মরগ্যান ফ্রিম্যান। ট্যাগলাইনঃ Fear can hold your prisoner. Hope can set you free. কিছু কথাঃ মুভিটির কাহিনীর মূল নায়ক অ্যান্ড্রু ডুফ্রেন্স, একজন ব্যাংকার। তাকে দোষী সাবস্ত্য করা হয় তার স্ত্রী এবং তার প্রেমিককে খুন করার অপরাধে। দেওয়া হয় যাব্বজীবন কারাদন্ড। প্রেরণ করা হয় শশ্যাঙ্ক প্রিজনে।

প্রায় ২০ বছরের পরিকল্পনা করে এখান থেকে পালিয়ে যাবার কাহিনীই এই মুভির প্রধান উপজীব্য। ডাউনলোড লিংকঃ টরেন্ট প্রুফ অফ লাইফ সালঃ ২০০০ পরিচালকঃ টেইলর হ্যাকফোর্ড অভিনয়ঃ রাসেল ক্রো, মেগ রায়ান কিছু কথাঃ কলম্বিয়ায় কাজ করতে এসে কিডন্যাপ হন ইঞ্জিনিয়ার পিটার বোম্যান। তার স্ত্রী এলিস হয়ে পড়ে দিশেহারা। প্রফেশনাল নেগোশিয়েটর হিসেবে হাজির হয় টেরি থর্ন। সনাতন সংজ্ঞা দিয়ে বিচার করলে এই মুভিটিকে হয়ত প্রিজন ব্রেক নাও বলা যেতে পারে, কিন্তু আমার আছে এটিকে প্রিজন ব্রেক বলেই মনে হয়েছে।

ডাউনলোড লিংকঃ টরেন্ট দ্যা নেক্সট থ্রী ডে’জ সালঃ ২০১০ পরিচালকঃ পল হ্যাগিস অভিনয়ঃ রাসেল ক্রো, এলিজাবেথ ব্যাঙ্কস্‌ ট্যাগ লাইনঃ What if you had 72 hours to save everything you live for? কিছু কথাঃ লারা ব্রেনান গ্রেপ্তার করা হয় তার বসকে খুন করার দায়ে। তার স্বামী জন ব্রেনান কিছুতেই এই অভিযোগ বিশ্বাস করতে পারেনি। একজন কলেজ প্রফেসর যদি চিন্তা করে প্রিজন ব্রেক করার তখন ব্যাপারটা কেমন হবে? জন ব্রেনান এটাই করতে চাইছে তার স্ত্রীকে ফিরে পাবার জন্য। ডাউনলোড লিংকঃ টরেন্ট দ্যা ওয়ে ব্যাক সালঃ ২০১০ পরিচালকঃ পিটার ওয়্যার অভিনয়ঃ জিম ষ্টুর্গেস, কলিন ফেরেল, এড হ্যারিস কিছু কথাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাইবেরিয়ান গুলাগ ক্যাম্প। এখান থেকে পালিয়ে ৪০০০ মাইল পায়ে হেঁটে পাড়ি দিয়ে কিছু মানুষের ইন্ডিয়ায় পৌঁছানোর কাহিনী দেখান হয়েছে মুভিটিতে।

মুভিটি সম্পর্কে ডেইলী টেলিগ্রাফের মন্তব্য – ‘যে যাত্রাকে একইসাথে তিক্ত, গৌরবের আর অজেয় বলে মনে হয়- এবং যে কেউ এটা আবার দেখতে চাইবে’। এই মুভিটিও সত্য ঘটনা অনুসরণে নির্মিত। ডাউনলোড লিংকঃ টরেন্ট আশা করছি মুভিগুলো আপনাদেরও ভাল লাগবে। ১৭ই নভেম্বর, ২০১১, ঢাকা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।