..
প্রথম দেখা...ভাললাগা...
প্রথম দেখায় ভালো লাগা...হঠাৎ করেই হয়ে যায়। এইতো কালকেই প্রথম দেখা, চোখে চোখ পড়া, হাসিতে ভুবন ভুলিয়ে দিয়ে গেলো সে...
শপিং করতে করতে হঠাৎ আমার বোন বললো, দেখ ছেলেটা কি কিউট না! আমি তাকিয়ে দেখেই বুঝলাম খুব "ভুল" করেছি। আমি তাকানোয় সে দেখে ফেললো আর ভীষণ এক ভুবন ভুলানো হাসি দিলো। আমি প্রথমে একটু হকচকিয়ে গেলাম এভাবে একবার তাকাতেই হাসছে! আমার বোন কে বললাম দেখনা আমাকে দেখে কিভাবে হাসছে। ও বললো, তোকে দেখে হাসছে নাকি! সে আমাকে দেখেই হাসছিলো।
আমার বোনও বুঝে ফেললো কারণ, আমি তাকালেই সে হাসে।
তার মুখখানি ভীষণ কিউট, সুইট আর অপূর্ব সুন্দর হাসি। আমি মুখ ঘুরিয়ে নিয়ে আবার ফিরে তাকানোর লোভ সামলাতে পারলাম না। আবার তাকিয়ে দেখতেই সে কি ভীষণ মন ভুলানো হাসি। মুহুর্তেই আমার সব ওলোট-পালট হয়ে গেলো।
আমিও হেসে দিলাম। তারপর আর যায় কই! দু'জনে একটু পর পর একজন আর একজন কে দেখি আর হাসি। হাসাহাসির লুকোচুরি খেলা খেলতে লাগলাম।
মাঝে অন্য একজন সামনে এসে আমাকে আড়াল দাঁড়ানোয় আমাকে দেখতে না পেরে ঝুঁকে প্রায় পড়ে যেতে যেতে দেখে হাসতে থাকলো। ওদিকে তার কান্ড দেখে আমিও হাসতে হাসতে শেষ! কি দুষ্টু রে বাবা! এভাবে ঝুঁকে পড়ে গিয়ে দেখছে!
দোকানে হাঁটতে হাঁটতে তার পাশ কাটিয়ে আসলাম।
তখনও দু'জনে চোখে চোখ রেখে হেসে যাচ্ছি। আমি অন্য পাশে চলে আসলাম। সাথে সাথে সে ও এলো। আমি দেখছিলাম না বলে জোড়ে শব্দ করে আমার দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত হয়ে গেলো। তাকাতেই হেসে দিলো।
সে কি হাসি! এদিকে আমার তো প্রাণ যায় যায়। আমি তাকালেই হাসে তাই সে হাসি না দেখেও আমি থাকতে পারছিলামনা। বার বার তাকাচ্ছিলাম আর সে হাসছিলো। আমার বোন বলে, আবার তাকাচ্ছিস! এই আবার তাকাচ্ছিস তুই! কিন্তু ওকে বুঝাই কি করে যে ঐ হাসি না দেখলে আমার ভালো লাগছে না। আমি ওর কথা অগ্রাহ্য করে বার বার তাকাচ্ছিলাম আর সে হেসে আমার ভুবন ভুলিয়ে দিচ্ছিলো...
কিন্তু এত সুখ সইলো না।
চলে আসার সময় ঘনিয়ে আসলো। সে ও চলে যাবে। আমার আগে তাকেই চলে যেতে হয়েছিলো। আমার ইচ্ছে করছিলো ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে আদর করে দেই, লাল গাল দুটো টেনে আরও লাল করে দেই...
হ্যাঁ, ঠিকই পড়েছেন তাকে কোলে নিয়ে আদর করে দিতে ইচ্ছে করছিলো। কারণ, তার বয়স বোধহয় ১ বছরেরও কম! নাহলে শুধু হাসিতেই ক্ষান্ত হতনা আমার সাথে বোধহয় গল্পই জুড়ে দিত! এত্ত কিউট, সুইট বেবীটা বলার মতো না...পিচকিটার হাসি এখনও আমার চোখে ভাসছে...হাসিখুশি সুইট বেবীটার সাথে কাটানো সময়গুলার ভাললাগাটা এখনও আমাকে ঘিরে রেখেছে।
আমার খুব পছন্দের একটা গান বাংলায় গাওয়া পেলাম!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।