আমাদের কথা খুঁজে নিন

   

জিপিতে যেরকম ডাউনলোড স্পীড পাচ্ছি...

বি আ ম্যান.. কিছুদিন ধরে জিপিতে ভাল স্পীড পাচ্ছি। কিছুদিন আগেও 16-17KBps পেতাম। এখন হঠাত করে স্পীড বেরে গেসে। 28KBps এর নিচে নামেই না। ইউটিউব এ আপলোড করে দিলাম।

দেখেন- কি বুজলেন?? নেট স্পীড বাড়াবার দুইটা টিপস কাজে লাগতে পারে- টিপস ১- ১.my computer এ রাইট ক্লিক করে properties এ যান। ২.hardware সিলেক্ট করে device manager এ যান। ৩.ports(com&lpt) থেকে আপনার মডেম এ ডাবল ক্লিক করেন। ৪.port settings থেকে bits per second 9600 এর বদ;লে 128000 করে ok দিয়ে বের হয়ে আসেন। টিপস ২- ১.run এ গিয়ে লিখেন-gpedit.msc 2.computer configurtion>administrative templates>network>qos paket scheduler এ যান।

৩.lemit reservable bandwidth এ ডাবল ক্লিক করেন। ৪.enabled সিলেক্ট করেন। । ৫.bandwidth limit 0% করে দেন তারপর ok করে বের হয়ে আসেন। কাজ শেষ।

আপ্নেরা জিপিতে নেটস্পীড কেমন পান জানাইয়েন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।