যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
সবসময়ই শুনি, সবার জিপি ইন্টারনেটের স্পীড খুব খারাপ। হ্যাঁ, এটা আমি নিজেও স্বীকার করি। তবে বোধহয় সবার নয়। ইউজার এবং এরিয়াভেদে স্পীড নির্ভর করে, এটা জানা কথা।
সেজন্যেই অনেকে স্পীড পান একদম কম। আবার দেখা যায় অনেকে অনেকটা বেশিই স্পীড পাচ্ছেন। আবার অনেকে পান মাঝারী স্পীড। তবে একটা কথা হলো, এইভাবে বেশি-মাঝারী-কম স্পীড বোধহয় বলা যায় না। কারণ, আমরা কেউই জানি না, জিপির ষ্ট্যান্ডার্ড স্পীড কত।
মানে, ওরা কমপক্ষে কতটুকু স্পীড দিতে বাধ্য।
মোবাইল ইন্টারনেটে(জিপিআরএস/এজ। ৩জি নয়) এ তো আর আমরা হাইস্পীড ব্রডব্যান্ড কিংবা ওয়াইম্যাক্সের সাথে মিলিয়ে গতি আশা করতে পারি না? আমাদেরকে বাধ্য হয়ে কমেই সন্তুষ্ট থাকতে হয়। আমরা বর্তমানে মোবাইল ইন্টারনেটে সাধারণতঃ জিপিআরএস এবং এজ টেকনোলজি পেয়ে থাকি। জিপিআরএস হলে তবে সেটার গতি কম পাওয়াটাই স্বাভাবিক।
কারণ সেই তুলনায় এজ অনেকটা উচ্চগতির। বাংলাদেশে এমন অনেকেও আছেন, যারা এজ ইন্টারনেট কানেকশনে ৪৫+ কিলোবাইট/সেকেন্ডও পেয়ে থাকেন। আবার অনেকে আছেন, যাদের গতি বাইটের ওপরে ওঠে না!
তো সে যাই হোক, আমি এই দিক থেকে নিজেকে কি মনে করবো, জানি না। জিপির নেট স্পীড নিয়ে মোটামুটি ভালো সন্তুষ্ট আছি। কারণ, আমার নেট স্পীড অ্যাভারেজ ২৫ কিলোবাইট/সেকেন্ড থাকে।
নিচে দুটি ছবি দিলাম। স্পীডটেষ্ট.নেট এর রেজাল্ট কেমন যেন একটু অন্যরকম এলো। একবার এলো, ০.২১মেগাবিট/সেকেন্ড। আরেকবার ০.১৯মেগাবিট/সেকেন্ড। এবং সর্বশেষবার এলো ০.১৮মেগাবিট/সেকেন্ড।
কিন্তু আমার মডেমে সবসময়ই অন্যরকম দেখাচ্ছে। হিসেবমতে, মডেমেরটাই ঠিক। কারণ, স্পীডটেষ্ট.নেট নিয়ে অনেকেই জানেন। এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই।
আমি ব্যবহার করি গ্রামীণফোন এজ মডেম(হুয়াওয়ে ইজি১৬২জি)।
নীচে স্পীডটেষ্ট.নেট এবং মডেমের স্পীডোমিটারের(!) ছবি দেওয়া হলো।
স্পীডটেষ্ট.নেট
গ্রামীণফোন এজ মডেম
বড় করে দেখতে চাইলে ক্লিক করুন এইখানে....
আপনাদেরটা জানতে পারি কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।