পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ৮,৫১৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর স্নাতক ভর্তি পরীার প্রাথমিক বাছাই পর্বের ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী বৈঠকে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মোট ৮৫১৫ জন শিক্ষার্থী। লিখিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর শনিবার বেলা এগারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পর্বে উর্ত্তীণ শিক্ষার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে আজ বুধবার থেকে।
ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. এম এ সামাদ জানান, এ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মোট আবেদনকারীর মধ্য থেকে নির্ধারিত আসনের (১০০০ টি) অনুর্দ্ধ ১০ গুন আবেদনকারীকে ভর্তি পরীায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এবছর ভর্তি পরীক্ষার জন্য সর্বমোট ১১৩০১ টি আবেদন জমা পড়েছিল। এর মধ্য থেকে প্রায় ৯ গুন আবেদনকারীকে ভর্তি পরীায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসি এবং এইচএসসি'র মোট জিপিএ-র ভিত্তিতে চতুর্থ বিষয় বাদ দিয়ে নূন্যতম ৮.৭৪ পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ পাচ্ছেন। মোট আবেদনের মধ্যে প্রাথমিক বাছাই পর্বে ৮৫১৫ জন শিক্ষার্থীকে উর্ত্তীণ করে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে।
প্রাথমিক বাছাই পর্বে উর্ত্তীণ শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপ্রত্র সংগ্রহ করতে পারবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://bau.edu.bd/admission/ অথবা টেলিটকের ওয়েবসাইটেhttp://bau.teletalk.com.bd পাওয়া যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।