"অ্যাবসার্ড" স্ত্রী এবং তার প্রেমিক কে হত্যার অপরাধে যাবৎজীবন কারাদণ্ড দেয়া হয় মেধাবী ব্যাংকার অ্যান্ডি দুফ্রেন(টিম রবিন্স) কে। জেলে গিয়ে তার পরিচয় হয় রেড(মরগান ফ্রীমান) এর সাথে।
এই ২ টা লোক এত সুন্দর অভিনয় করেছে যে, মুভিটা দেখার সময় আমার কান্না পাচ্ছিল। এবং জেলের ভেতরের পরিবেশ এত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে, কারো বোঝার উপায় নাই যে এটা সিনেমা তৈরির জন্য বানানো হয়েছে।
সিনেমার সবচে শক্তিশালী দিক হল কাহিনীর টুইস্ট।
ভাইরে ভাই প্রথম অংশ দেখে কারো ক্ষমতা নাই শেষের কাহিনী আন্দাজ করার।
এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ জেলের ভেতরও স্বাধীন থাকতে পারে , এবং মুক্ত থেকেও কিভাবে বন্দিত্ব অনুভব করে।
মুভিটি সম্পর্কে ফিল্ম ক্রিটিক রজার ইবারট বলেন,"মানুষ যখন চরম হতাশার ভেতর দিয়ে যায়, তখন সব চে গুরুত্বপূর্ণ হল তার সেলফ রেসপেকট, যা তাকে বাঁচিয়ে রাখে, বিশেষ করে জেলে। "
৭ টি অস্কার নমিনেশন পাওয়া এই ফিল্ম টি একটা অস্কার ও জিততে পারে নি কারন একই বছর মুক্তি পেয়েছিল টম হেঙ্কস এর অনবদ্য মুভি ফরেস্ট গাম্প। তাই প্রথমে মুভিটি ফ্লপ করলেও ঠিকই ফিল্ম বোদ্ধাদের মন জয় করে নেয় সিনেমাটি।
২০১১ সালে এই মুভিটি বিবিসি রেডিও শ্রোতাদের ভোটে সরবকালের সেরা মুভির স্থানটি দখল করে ফরেস্ট গাম্প এবং ব্যাক টু দা ফীউচার কে পেছনে ফেলে।
যাইহোক সিনেমাটা অসম্ভব ভাবে আন্ডার রেটেড। তাই শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই দেখবেন। আমার রেটিং ৯/১০
পরিচালক Frank Darabont কে লাল সালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।