আমাদের কথা খুঁজে নিন

   

অ্যালকোহলিক বনাম স্কলার (বুদ্ধিদীপ্ত কথোপকথন!!)__ এলকোহলের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর একটি ছোট্ট প্রয়াস মাত্র।

আউলা মাথার বাউলা পোলা। অ্যালকোহল সেবন নিয়ে এক অ্যালকোহলিক আর এক স্কলার এর মধ্যে কথা হচ্ছেঃ অ্যালকোহলিকঃ খেজুর বা আঙ্গুর খাওয়া কি খারাপ? স্কলারঃ অবশ্যই না। তাতো ভাল। অ্যালকোহলিকঃ যদি আমি কিছু ঘাসপাতার সাথে খাই? স্কলারঃ কোন সমস্যা নাই। অ্যালকোহলিকঃ যদি তাতে পানি মিশাই? স্কলারঃ কোন সমস্যা নাই।

খাও। অ্যালকোহলিকঃ যদি এগুলাতে কোন সমস্যাই না থাকে তাহলে তুমি আমাদেরকে অ্যালকোহল খেতে কেন বারন কর যখন অ্যালকোহল এ এইরকম সবগুলা উপাদান ই কোন না কোন ভাবে থাকে? স্কলারঃ যদি তোমার মাথায় পানি ঢালি ব্যাথা পাবে? অ্যালকোহলিকঃ নাতো। স্কলারঃ যদি সাথে সাথে কিছু মাটির ধুলা ছিটাই তাহলে ব্যাথা পাবে? অ্যালকোহলিকঃ কখনই না। স্কলারঃ কিন্তু আমি যদি পানি আর মাটির গুড়া একসাথে মিশিয়ে প্রসেস করে ইট বানিয়ে তোমার মাথায় ছেড়ে দেই তখনও কি তুমি ব্যাথা পাবেনা? অ্যালকোহলিকঃ তুমি বল কি? আমিতো মরেই যাব। স্কলারঃ অ্যালকোহল এর জন্যও একই কথা।

বুঝলে? সংগৃহীত ও অনুদিত। _______________ এখন বুঝলেন তো কেন অ্যালকোহল খাওয়া ঠিক না। এটা যে মানুষের শরীরের প্রতিটা অংশের কিরকম ক্ষতি করে তাতো আমরা সবাই জানি। ডাক্তার রাও বলে এটা ক্ষতিকর। এই জন্যেই ইসলামে এটা নিষিদ্ধ।

তবে ওষুধের প্রয়োজনে অক্ষতিকর যেটুকু সেটুকু পরিমান ব্যাবহার করা যেতে পারে। অ্যালকোহলের নেশা মানুষকে তাড়াতাড়ি মৃত্যু ছাড়া আর কিছুই দিতে পারেনা। তাই আসুন যারা অ্যালকোহল এ অভ্যস্ত তারা এই বিষ খাওয়া এখনই বন্ধ করি আর অন্যদেরকেও সচেতন করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।