আমাদের কথা খুঁজে নিন

   

একজন অ্যালকোহলিক এর তাওবা

---

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ يَقْبَلْ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ لَمْ يَقْبَلْ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ لَمْ يَقْبَلْ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ الرَّابِعَةَ لَمْ يَقْبَلْ اللَّهُ لَهُ صَلَاةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ لَمْ يَتُبْ اللَّهُ عَلَيْهِ وَسَقَاهُ مِنْ نَهْرِ الْخَبَالِ قِيلَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏وَمَا نَهْرُ الْخَبَالِ قَالَ نَهْرٌ مِنْ صَدِيدِ أَهْلِ النَّارِ ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَشْرِبَةِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي الْوَصِيَّةِ بِالثُّلُثِ وَالرُّبُعِ ‏ যে ব্যক্তি (একবার) মদ খায়, আল্লাহ ৪০ দিন পর্যন্ত তার নামায কবুল করেন না। অবশ্য সে যদি তওবা করে, তবে তাওবা কবুল করা হয়। যদি সে (দ্বিতীয়বার) আবারও মদ খায়, আল্লাহ তাআলা ৪০ দিন পর্যন্ত তার নামায কবুল করেন না। আবার যদি সে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন। যদি সে আবারও (তৃতীয়বার) মদ খায়, ৪০ দিন পর্যন্ত আল্লাহ তার নামায কবুল করেন না।

আবার যদি সে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন । যদি সে চতুর্থবারও মদ খায়, আল্লাহ তার ৪০ দিনের নামায কবুল করেন না। এবার সে যদি তাওবা করে, তবে আল্লাহ তার তাওবা কবুল করবেন না এবং তাকে "নহরে খাবাল" হতে অর্থাৎ, জাহান্নামীদের রক্ত ও পুঁজের নহর থেকে (রক্ত ও পুঁজ) পান করাবেন। _________________________________________________________ তথ্য সূত্র:[আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত-তিরমিযী]ইবনে মাজাহ,নাসাঈতে আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। [মিশকাত: ৩৪৭৭।

অধ্যায়-মদের বিবরণ ও মদ্যপায়ীর প্রতি ভীতি প্রদর্শন] http://www.islaminbox.tk রাসূলের বাণী পৌছে দিতে একটি ইলেকট্রনিক উদ্যোগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.