আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরনের আন্দোলন যৌক্তিক আর কোটা বিরোধী মেধা মুল্যায়ন আন্দোলন কি অযৌক্তিক ?

ভাল কিছু লেখার ইচ্ছায় গণজাগরনের আন্দোলন যৌক্তিক আর কোটা বিরোধী মেধা মুল্যায়ন আন্দোলন কি অযৌক্তিক ? ঐটা এতদিন থাকল কোন জ্যাম বা সমস্যা হল না । এখন সমস্যা দেখা দিছে ! পুলিশ দিয়ে পিটিয়ে টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের সরাতে হল । এইটা কি যৌক্তিক ? অনেকে শুধু মুক্তিযোদ্ধা কোঠা বিলুপ্তির রিউমার ছড়িয়ে একদল লোককে মটিভেট করার চেষ্টা করছে শাহবাগে অবরোধে লাঠিপেটা চাকরিতে কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগে অবরোধ করতে গিয়ে পুলিশের বাধায় ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা, যারা আগের দিন দিনভর সড়ক আটকে রেখেছিল। ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল বাতিলের দাবিতে আন্দোলনে নামা এই শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শাহবাগে অবস্থান নিতে যায়। কিন্তু পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের হটিয়ে দেয়। বিক্ষুব্ধরা পিছু হটে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইটও ছুড়ছে তারা, সড়কে আগুনও জ্বালিয়েছে। অন্যদিকে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। এই শিক্ষার্থীরা বুধবার দিনভর সড়ক অবরোধ করলে পিএসসি ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল পুনঃবিবেচনার সিদ্ধান্ত নেয়। কিন্তু পিএসসির সিদ্ধান্ত জানার পর ‘বঞ্চিত’ শিক্ষার্থী ব্যানারে এই আন্দোলনকারীরা কোটা পদ্ধতি বাতিলকে তাদের প্রধান দাবি হিসেবে তুলে ধরে আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে। নিউজ লিঙ্কঃ শাহবাগে অবরোধে লাঠিপেটা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।