আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ... ধানমন্ডির শীশা লাউঞ্জে র‌্যবের হানা ... সুন্দরিরা র‌্যাবের গাড়িতে ।

৪০ মিনিট আগের কথা ... আড়াই ঘন্টা এয়ারপোর্ট রোডের জ্যামে বইসা মেজাজ এম্নিতেই খিট-খিটা হয়া আছে। নামলাম ধানমন্ডি ... ৭/এ এর KFC র সামনে আইসা দেখি জটলা একটু অন্য রকমের। কাছে যাইতেই দেখি ঘটনা যা ঘটার ঘইটা গেছে ...... একপাল 'শীসা সুন্দরিরে' র‌্যাব আপ্যায়ন কইরা নতুন মডেলের civillian বাসে ভরতেছে। দুই একটা আবার RAB রে হুমকি ধামকি দিতেছে। ...... সামনের দিকের সিটে বসা এক মাইয়ার মায়াবী চেহারা এখনো আমার চেহারায় ভাসতেছে। বিশাল সাইজের HTC phone বাইর কইরা ভিডু করতে গিয়াই পরলাম র‌্যাব এর নজরে... ভদ্র ভাবে না করল...আমিও অভদ্রতা করলাম না। আসে-পাশের জনগণ রে জিগাইয়া জানলাম এরকম ২-৩ বাস ভইরা পোলাপাইন KFC এর উপরের H20 লাউঞ্জ থেইকা অলরেডি র‌্যাবের মেহমানখানায় নেয়া হইছে... যাক... এইবার যদি এইগুলার শুভবুদ্ধি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.