লোকমান হত্যাকান্ড
৯০-এর গণঅভ্যুত্থানের সাবেক ছাত্রনেতা ও সাংবিধানিক অধিকার ফোরামের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ বলেছেন, ‘নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের কৌশল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে গ্রেফতার করা উচিত। তাহলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই এই মামলার পালিয়ে থাকা সব আসামীর হদিস মিলবে। গতকাল রোববার দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সুরঞ্জন ঘোষ আরও বলেন, সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগনাল না পাওয়ার কারণে পুলিশ মেয়র লোকমানের খুনিদের গ্রেফতার করছে না।
খুনিরা আওয়ামী লীগের লোক বলেই সরকার এই ঘৃণ্য আচরণ করছে। ক্ষমতার ঢাল ব্যবহার করে লোকমানের খুনিদের আড়াল করা গেলেও দেশবাসীর চোখকে ফাঁকি দেয়া যাবে না। তারা সময় মতো সরকারকে এর কড়া জবাব দেবে। সুরঞ্জন ঘোষ তার বিবৃতিতে দাবি করেন, এ সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। স্বজনপ্রীতি, দলবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে গেছে।
প্রেস বিজ্ঞপ্তি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।