আমাদের কথা খুঁজে নিন

   

এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতা ছুড়েঁ মেরেছে এক সাংবাদিক || বাংলাদেশের মন্ত্রীরা সাবধান হুশিয়ার

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইরাকের সাংবাদিক জায়েদির জুতা মারার ঘটনা নিশ্চয় অনেকের মনে আছে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বুশকে সংবাদ সম্মেলনে জুতা মেরে রাতারাতি নায়ক বনে গিয়েছিলেন জায়েদি। আজকে দুপুরে এক সংবাদ সম্মেলন এক শিখ সাংবাধিক উত্তেজিত হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে জুতা ছুঁড়ে মেরেছে। তার নাম জার্নাল সিং।

তিনি হিন্দি দৈনিক জাগরণের জৈষ্ট্য সাংবাদিক। ঘটনার বিবরণে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সন্ত্রাসবাধ ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কংগ্রেস কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। এতে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এরই ধারাবাহিকতায় এক সময় সাংবাদিক জার্নাল সিং ১৯৮৪ সালে ইন্ধিরা গান্ধী শিখ দেহরক্ষীর হাতে নিহত হওয়ার পর ছড়িয়ে পড়া শিখ বিরোধী দাঙ্গা নিয়ে প্রশ্ন করেন। জার্নাল সিং বলেন কংগ্রেসের মন্ত্রী জগদীশ টাইটেলার সেই দাঙ্গায় অভিযুক্ত ছিলেন।

কিন্তু সম্প্রতি ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে সেই অভিযোগ থেকে মুক্তি দেন। তিনি মন্ত্রীকে প্রশ্ন করেন কেন সিবিআই তাকে সেই অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন? মন্ত্রী এ প্রশ্ন এড়িয়ে গেলে রাগের মাথায় জার্নাল সিং মন্ত্রীকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন। কিন্তু ভাগ্য ভালো যে ঐ জুতা গায়ে লাগেনি। নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে নিকটবর্তী থানায় নিয়ে যায়। কিন্তু মন্ত্রী তাকে ক্ষমা করে দিলে পুলিশ তাকে থানা থেকে ছেড়ে দেয়।

এখান বেশ কিছু শিক্ষণীয় ঘটনা আছে। দেখি বলতে পারেন কিনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.