আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাক হ্যাক হ্যাক হ্যাক হ্যাক হ্যাক

দেলওয়ার হোসেন লিপু দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আক্রান্ত হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. শামসুল ইসলাম এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার দুপুরের পর থেকে অনেকে বলছিল সুপ্রিমকোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে কিন্তু বিকেল সাড়ে চারটার সময় আমি নিজে দেখেছি। তিনি আরও বলেন, শুক্রবার হওয়ায় অফিস আদালত বন্ধ থাকার ফলে বিষয়টি আমাদের নজরে আসে একটু দেরিতে। শামসুল ইসলাম বলেন, সুপ্রিমকোর্টের আইটি বিভাগের প্রধান মো. পারভেজের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আশা করছি আধ ঘণ্টার মধ্যে তারা এটা ঠিক করতে পারবে।

সুপ্রিমকোর্টের হ্যাকড হওয়া ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, আপনাদের কলম এবং ক্যামেরার শক্তি অনেক। আপনারা যা করতে পারেন তা একজন সাধারণ বাংলাদেশি করতে পারে না। আপনারা যাই লিখুনা বা যাই দেখান মানুষ আপনারেদ বিশ্বাস করে, আপনাদের অনুসরণ করে। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, অশুভ শক্তি নিয়ন্ত্রণ নেওয়ার আগে বাংলাদেশকে রক্ষা করুন। সৎ হোন..... মানুষকে বিভ্রান্ত করবেন না..... টাকার বিনিময়ে অশুভ শক্তির পক্ষে লেখার জন্য তাদের কাছে বিক্রি হবে না ।

জীবনের মতোই টাকা এবং খ্যাতি ক্ষণস্থায়ী। আপনি যা করেন এবং যা করেন সবকিছুর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। দেশবাসী জেগে ওঠো, জেগে ওঠো মাতৃভূমির জন্য। দুর্নীতিগ্রস্ত রাজণীতিকদের সমর্থন করবেন না, যারা ইতিমধ্যে আমাদের দেশের সর্বোচ্চ ক্ষতি করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.