মানুষ আসলে নষ্ট হতে চায় কিন্তু সারা জীবন ভালো থাকার অভিনয় করে
অতিরিক্ত বাসভাড়ার কারণে ঢাকা থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পথ একটি বাইসাইকেলে পারি দিয়ে দুই ভাই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করলেন। তাঁরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চানসাপাড়া গ্রামের সফিয়ার রহমান (৩৫) ও আনিছুর রহমান (২৫)। তাঁদের সময় লেগেছে ৩৩ ঘণ্টা। সফিয়ার ঢাকার একটি ফুড প্রোডাকশনের (প্রমি) কর্মচারী ও আনিছুর রিকশাচালক। স্বল্প আয়ের এই দুই ভাই ঢাকার রামপুরায় একটি মেসে থাকেন।
ঈদে বাড়িতে আসার ইচ্ছা নিয়েই তাঁরা কঠিন এই পথ জয় করেছেন বলে জানান। তাঁরা জানান, পথে চরম যানজট সৃষ্টি হয়, তার ওপর বাসভাড়া বৃদ্ধির কারণে বাইসাইকেল চালিয়ে বাড়ি আসার জন্য তাঁরা পরিকল্পনা করেন। ৫ নভেম্বর রাত আটটায় একটি বাইসাইকেলে দুই ভাই বাড়ির উদ্দেশে রওনা হন। ঠিক ঈদের দিন ৭ নভেম্বর ভোর পাঁচটায় তাঁরা নিজ বাড়িতে এসে পৌঁছান। পথে তাঁরা যানজট কাটিয়ে আগে আগে আসতে পেরেছেন বলে জানান।
দুই রাত তাঁরা একটু করে বিশ্রাম নেন পথের ধারের পেট্রলপাম্পে। পালাক্রমে বাইসাইকেল চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করার আনন্দে তাঁদের সব ক্লান্তি দূর হয়ে যায় বলে জানান। সফিয়ার রহমান বলেন, ‘বাসে ভাড়া চায় সাড়ে ৭০০ টাকা করে। দুই ভাইয়ের ভাড়া লাগে এক হাজার ৫০০ টাকা। পথে খাওয়া খরচ পড়বে কমপক্ষে আরও ২০০ টাকা।
এত টাকা খরচ করলে বাড়িতে এসে খাব কী? তাই দুই ভাই মিলে বুদ্ধি করে সাইকেলে এসেছি। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।