আমিও একটা মানুষ, কাকও একটা পাখি। পুরান টপিক জানি, তাও কিছু বলতে চাই। কিছু ব্লগার ভাই এবং জাগোর ভলেন্টিয়ার দের কমেন্টস দেখে আর সহ্য হচ্ছেনা!!
আমি খেয়াল করেছি জাগোর নতুন ভলেন্টিয়ার আর কয়েকজন ব্লগার জারা ভালো করে জাগোর সম্পরর্কে ধারনা না রেখেই তাদের সাপোর্ট নিতেসে!! জাগোতে কাজ করে টিচার , বা অন্যান্য পদে আছে বা korvi Rakshand এর কোন মন্তব্য পেলাম না!!
সম্প্রতি তাদের সত্য ফাঁস হওয়ায় যারা যার তাদের বিপক্ষে সত্য প্রচার করছে তাদের পেজ বন্ধ করার জন্য জাগো তাদের ভলেন্টিয়ার দের আবেদন করছে Report করার জন্য!!! কেন তারা চুপ??!!?
যাইহোক, আসল কথায় আসি...। যে বা যারা জাগোর সাপোর্ট করছেন তারা কি সত্তিই ভালো কাজ করার জন্য সাপোর্ট করছেন ??আপনারা কি জানেন জাগোর আর্নিং সোর্স কি? কোথা থেকে টাকা আসে? কোথায় ব্যয় হয়?
আপনারা যেহেতু সাপোর্ট করছেন আপনাদের তো জানার দরকার আছে।
১।
আপনারা কি জানেন? A-z পর্যন্ত আগে থেকে ভালো করে না পারলে জাগো তে কোন বাচ্চাকে নেয়না!!
২.আপনারা জানেন? প্রত্যেক বাচ্চার পেছনে একটা করে স্পন্সর থাকে যে সেই বাচ্চার প্রত্যেক মাসে সেই বাচ্চার খরচ প্রদান করে!!! স্পন্সর ছাড়া তারা বাচ্চা নেয়না!!
৩. আপনারা কি জানেন?? মাঝে মাঝেই নানা কোম্পানী থেকে জাগোকে বাচ্চাদের জন্য সাহায্য পাথায় (বিস্কুট , চিপস ইত্যাদি)। যদিও অর্ধেক হলেও বাচ্চারা পায়!!
৪.আপনারা কি জানেন?? তাদের নানা স্পন্সর রা মাঝে মাঝেই সাহায্য পাঠায়!!
৫। আপনারা কি জানেন?? জাগোর প্রতিষ্ঠাতা মাঝে মাঝেই আমেরিকা ,ইংলেন্ড ইত্যাদি শ বিভিন্ন দেশে গিয়ে হাত পাতে, সেখান থেকেও কিছু নিয়ে আসে!!
এর জন্য সে নানা ধরনের ইভেন্ট এর ছবি তাদের দেখায় বলে কাজ থিক মতই হচ্ছে!! তাকে যে মিশন দেয়া হয়েছে সে ভাল করেই পালন করছে!!
৬.আপনারা কি জানেন?? বিদেশ থেকে টাকা এনে দেশের তরুন্দের বিপথে ফেলার যে মিশনে তাকে পাথানো হয়েছে তার জন্য বিপুল অর্থ ব্যয় করে যেটাকে universal childrens day নামে আক্ষাইত করে!! এবং এর এওয়ার্ড প্রোগ্রাম করে!!
এই হল মোটামুটি ছোটখাটো তাদের ব্যবসা। । কিন্তু তাদের মুল লক্ষ্য হল অন্য কিছু!! ভয়ঙ্কর কিছু!! কয়েকদিন আগে একটা ব্লগ দেখলাম “জাগোর ইতিহাস এবং জাগো” নামে!!... জাগোর ইতিহাস দিয়ে কি হবে ?? পারলে জাগোর আসল লক্ষ্য টা বলেন!!
জাগোর লক্ষ জানার জন্য এখানে ক্লিক করুন!!
।
আবার অনেকেই বলে korvi’r কাছেই অনেক টাকা। ওই আর টাকা দিয়ে কি করবে??
তাদের কাছে আমার প্রশ্ন হইলো!! সালমান এফ রহমানেরো তো বহুত টাকা, তো শেয়ার বাজারের জন্য মানুষ তারে দোষ দ্যায় কেন?
জাগো এখন পুরা ধরা!! তাই তাদের বুলি নাই!! শুধু ভলেন্টীয়ার দের এক হয়ে থাকতে হবে!! লুল!!
আমার ইংলিশ বা বাংলা মিডিয়াম নিয়ে কোন কথা নাই!! শুধু বলতে চাই ভাই ও বোনেরা আপনারা যদি সত্যি কোন সমাজ সেবা করতে চাচ্ছেন তাহলে খোজ নিয়ে দেখুন আসলে সত্যি কি!! আর যদি ছবি তুলতে আর সার্টিফিকেট নেয়ার জন্য করে থাকেন তাহলে আর কিছু বলার নেই!!! কিন্তু এর ফলে আপনারা এক বিদেশি দালাল্কে দেশের বিপক্ষে সাহায্য করছেন!! যা পড়ে আপনাদের নিজের জন্যও ভয়াবহ বিপদ দেকে আনবে।
দেশের সকল কাজে আমাদের মিলে পাশাপাশি দারাতে হবে!! করার জন্য আরো অনেক কিছু আছে!! তাতে তো তাদের কোন আগ্রহ দেখি না!!
শেষে এততুকুই বলবো একটু ভাবুন!! এতো কিছু বলা হচ্ছে কিছু তো সত্যি হবে!! তাই জাচাই করুন!! কোন কিছু ঘটার আগেই!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।