যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমি সব কিছু ছাড়তে পাড়ি,ভুলতে পাড়ি।
যদি তুমার তীল পরিমান মাত্র পরশ আমি পাই ।
যত আছে ক্ষত এই হৃদয়ে।
যত আছে ব্যাথা এই হৃদয়ে।
সব তার ধুয়ে,মুছে যাবে।
যদি তুমার তীল পরিমান মাত্র পরশ আমি পাই।
জানি,তুমার পরশ সকল ধর্মেই বলে আমার পাপ,
পরপারে আমার জাহান্নাম।
তবু,আমি স্রষ্টার সৃষ্টি সেই নরকে অনন্তকাল জ্বলতে পাড়ি।
যদি তুমার তীল পরিমান মাত্র পরশ আমি পাই।
তুমার পরশ আমি চাই,চাই-ই।
তুমার পরশ পাইবার আশায় মোর প্রাণে যে ঝড় বয়ছে।
সে ঝড় তুমার সৃষ্টি,তুমাকে ছোঁইবার ঝড়।
একটু তুমাকে ছোঁইবার জন্য,একটু তুমার পরশ পাইবার জন্যে।
সেই বিরহের অণলে জ্বলছে মোর হৃদয় অভিরত।
সেই যন্ত্রণায় মোর প্রাণ জ্বলছে,পুড়ছে,আর কাঁদছে
তুমার পায়ে পড়ে বলি,বলি।
হে প্রিয়া,রক্ষা কর তুমি মোরে এই নরক হতে।
তুমার বিরহ আমার বড় অসহ্যি,বড় নরক।
একটু তুমার পরশ লাগাইয়া মোরে স্বর্গগামী কর,
অনন্তের স্বর্গগামী।
একটু আমি তুমাকে ছোঁইতে চাই,
তিল পরিমান মাত্র ছোঁইতে চাই।
ওগো প্রিয়া,একটু তুমাকে ছোঁইবার দাও।
তিল পরমান মাত্র ছোঁইবার দাও।
আমার এই ইচ্ছা, আশা তুমি মিথ্যা করনা, প্রতারণা করনা। আর,
প্রতারণা করেতু শয়তান,ভূত,প্রেত,প্রেতণী।
তুমি তার কেউ হতে পাড়-না।
তুমি আমার প্রিয়া,প্রিয়তমা,প্রাণেশ্বর।
হে ,মোর প্রাণেশ্বর,
আমি তুমাকে খুব বিশ্বাস করি।
ঠিক আমার প্রভূর সমান।
তুমি এই নরক হতে,বিরহের যন্ত্রণা হতে
আমাকে মুক্ত কর।
একটু তুমার পরশ লাগাইয়া মোরে স্বর্গগামী কর,
অনন্তের স্বর্গগামী।
একটু আমি তুমাকে ছোঁইতে চাই,
তিল পরিমান মাত্র ছোঁইতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।