আমাদের কথা খুঁজে নিন

   

তুমাকে আমি এখটা ঠাইপ মেশিন খিনিয়া দিবো

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

প্রতি ঘরে ঘরে কম্পিউটার এসেছে এই দেশে খুব বেশী দিন হয়নি। আমরা স্কুল জীবনে তো কোনদিনই কম্পিউটার হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারিনি। সেটা অবশ্য অনেক আগের কথা। শুধু দুর থেকে দেখতাম, ঐ জিনিসটার নাম কম্পিউটার।

খুব সখ হতো একটু নেড়ে চেড়ে দেখি। তখনও কম্পিউটারে মাউস প্রযুক্তি আসেনি। কি-বোর্ড দিয়েই কাজ করতে হতো। মূলতঃ আওয়ামীলীগ সরকার এই কম্পিউটারের উপর সব ধরনের ট্যাক্স তুলে নেবার পর, মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কম্পিউটার কেনার সাহস পেত। আগে মানুষের মধ্যে একটা ভুল ধারনা ছিল যে, কম্পিউটার এসি ঘর ছাড়া রাখা যায় না।

আরো কত কথা! অফিসের বড় বড় কর্তারা তাদের রুমের এককোণায় অফিসের সবেধন নীল মনি একটি কম্পিউটার রাখতে পারতেন, যেহেতু তার ঘরে এসি আছে। এটা তখন একটা আফিসের আভিজাত্যের প্রতীকও ছিল, বলতে লজ্জা নেই। তো আজকে এই পোষ্টের মূল উদ্দেশ্য হলো, একবার আমার এক বন্ধু মাথায় পোকা এলো কম্পিউটার কিনবে। ওদের বাড়ী ছিল সিলেটে। তার বাবাকে সে ধরলো কম্পিউটার কিনে দেবার জন্য।

এভাবে দিনের পর দিন সে তার বাবাকে রিকোয়েষ্ট করে। তো তার বাবা যদিও ভাল ধন সম্পদের অধিকারী ছিলেন তারপরও একটু কিপ্টা ছিলেন। তিনি কিছুতেই ছেলের কথায় কান দিতেন না। এভাবে চলতে থাকতে থাকতে এক সময় আমার বন্ধুটি বিদ্রোহ করে বসলো। নাওয়া খাওয়া ছেড়ে দিলো।

শেষে সেই বন্ধুর বাবা তাকে মাথায় হাত দিয়ে বুঝিয়ে বললেন, "বাবা তুমি কম্পুটার দিয়া কি খরিবা, তার ছেয়ে বরং তুমাকে আমি এখটা ঠাইপ মেশিন খিনিয়া দিবো"। কথাটি শোনার পর আমাদের বন্ধু মহলে বেশ কিছুদিন এ কথাটি প্রচলন ছিল। আমরা সেই বন্ধুটিকে ক্ষেপাতাম। পরে অবশ্য তার বাবা তাকে কম্পিউটার কিনে দিয়েছিলো। এই হলো আমাদের মানুষের অবস্থা।

আমাদের মধ্যে অনেকেরই ধারনা আছে, কম্পিউটার দিয়ে শুধু টাইপই করা যায়্।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।