আমাদের কথা খুঁজে নিন

   

আমার wireless adsl modem router টা কাজ করছে ----- আহ্ কি শান্তি!

এখনই, নয়তো কখনই নয়...। বিটিটিবির দেয়া হুয়াউয়ে adsl modem টা অক্কা পাওয়ার পর (অবশ্য এমনি এমনি অক্কা পায়নি, অক্কা পেয়েছে আমার ২০ মাস বয়সী মেয়েটার কল্যানে) ঠিক করলাম টিপি লিংকের 300 mbps wireless adsl modem router টা কিনি। তারপর ৫৫০০/- টাকা খরচ করে কিনলাম। কিন্তু কেনার পর জিনিষটা আর সেট করতে পারিনা। চেষ্টার পর চেষ্টা, একটু এটা কনফিগার করি তো পরক্ষনেই আবার অন্যটা।

হঠাৎ খেয়াল হল যে আমি windows 7 এর ওয়ারলেস এবং রাউটার সম্পর্কিত বেশ কিছু সার্ভিস disable করে রেখেছিলাম যাতে ল্যাপটপের বুট আপ টাইম কমে যায়। enable করলাম যদি router টা কাজ করে এই আশায়। কিন্তু কিসের কি? কিস্‌সু হল না। শেষপর্যন্ত ভাবলাম windows 7 টা রিইন্সটল দেই আরেকবার। তো রি ইন্সটল দিব কি দিব না এই নিয়ে সাত পাঁচ ভাবতে ভাবতে শেষ চেষ্টা হিসাবে মেইল দিলাম টিপি লিংকের সার্পোট সেন্টারে।

খুব prompt response পেলাম। কিন্তু তাতে সন্তুষ্ট না হওয়ার আবার মেইল দিলাম। দ্বিতীয় বারের রিপ্লাই থেকে যে hints পেলাম তা অনুসারে router এর virtual circuit বা vc অপশনটা কনফিগার করলাম আর তাতেই সফল, পুরোপুরি সফল। যেহেতু বিটিটিবির adsl কানেকশানে ডাউনলোড আনলিমিটেড অতএব বুঝতেই পারছেন....... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।