আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাজেট পোস্ট - SONY WIRELESS MP3 PLAYER



আই-পড শাফল বা mp3 player তো আমরা অনেকেই ব্যবহার করি। তারের ঝামেলা থেকে মুক্তিও পেতে চাই অনেকেই। তাদের জন্যই সোনি বাজারে আনল নতুন W202 Walkman Player। Player টা দুভাগে ভাগ করা। একটা ছোটো তার দিয়ে জোড়া, যে তারটা আমাদের মাথার পেছনে থাকবে।

আর Player এর দু টুকরোর সাথে একটা করে ইয়ার বাড লাগানো। ঐ ডান কানের টুকরো অংশের মধ্যেই পুরো কন্ট্রোল আছে। কন্ট্রোলের মধ্যে আছে "জগ ডায়াল"। জগ ডায়ালে একটা ছোট প্রেস চলতে থাকা গানকে পজ্ করে। লম্বা প্রেস করলে Zappin এ্যাক্টিভেট হয়ে যায়।

Zappin একটা নতুন কন্ট্রোল। যেহেতু Player টা খুব ছোট, এতে কোনো display নেই। তাই গান চেনা শক্ত হয়ে ওঠে। Zappin অন করলে এটা পর পর গান গুলোর মাঝখান টুকু বাজিয়ে শোনায়। এতে পছন্দের গান সহজে চিনে ফেলা যায়।

জগ ডায়ালের পাশে ভল্যুম কি আছে। আর তার সাথে আছে miniUSB port । battery status দেখার জন্য LED আছে। switch off করার জন্য দুটো পার্টকে একসাথে জুড়তে হবে। এদের মাঝে ম্যাগনেট আছে যেটা দুটো পার্টকে একসাথে জুড়ে দেয়।

SONY এই Player এ EX Series speakers ব্যবহার করেছে যেটা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ভালো ইয়ার speakers এর মধ্যে পড়ে। খুব সত্যি কথা হচ্ছে যে ডেটা ট্রান্সফার স্পীড খুব একটা ভালো নয়। তবে কাজ চলে যায়। কিন্তু অডিও কোয়ালিটি দুর্দান্ত বললেও কম বলা হয়। ফুল ব্যাটারীতে, ফুল ভল্যুমে ১২ ঘন্টা গান শোনা যায়।

SONY র আরো অনেক প্লেয়ারের মতো এতেও Quick charge আছে। ৩ মিনিট চার্জ দিলে ৯০ মিনিট গান শোনা যায়। ভারতে এর দাম ৪৯০০ রূপী। একটু বেশী হলেও - It's worth buying!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.