কবিতা আমার প্রাণ রাজারা তো দেবতা নয় কয়েছ আহমদ বকুল আজকাল আমার সকল বিশ্বাসের অপর নাম কবিতা ব্ল্যাক আউটের দুঃসহ কালোরাত্রী অথবা উচ্চারিত এক অমিয় বাণীর স্বরকলা দুর্লভ নাভিঃশ্বাস বত্রিশ নম্বরের তেজস্বি বারান্দা হয়ে লাল সবুজ বঙ্গীয় বিপ্লব-, আমি কেবল কবিতা বুঝি আমার সকল বিশ্বাসের অপর নাম কবিতা,,,,, ভালোবাসলে ঘুতো খেতে হয় ছ্যাঁকাছোকা না খেলে প্রেম নাকি খাঁটি হয়না খাঁটি প্রেম নটি প্রেম আহা প্রেম প্রেমের সমুদ্র আমার স্বদেশ- রাজাকারের বিচার হবে যদি না সে স্বজন হয় রাজার আদেশ,,,,,,,,,,,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।