যে মুখ নিয়ত পালায়......। ।
বহুদিন আগে গ্রামে এক পিশাচ সাধক থাকতেন। তিনি ছিলেন আগুনখেকো। আগুন খেয়ে জীবন ধারন করতেন।
কারো সাথে দেখা হলে ময়লা চুলগুলোতে ঝাকি দিয়ে বলতেন, আগুনে বড়ই স্বাদ।
গ্রামে একবার আগুন লাগল। ভয়াবহ আগুন। সেই আগুনে অধিকাংশ ঘরবাড়ি ই পুড়ে যায়। আগুন মজিদ সাহেবের ঘর ও পুড়ে।
তিনিও সাথে পুড়ে মারা যান।
লোকজন বলাবলি করতে লাগল, আগুন এবার তাকেই খেল।
এ পর্যন্ত বলে রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে সিদ্দিক সাহেবের দিকে তাকালেন। তারপর একটু কেশে বলেন, এই গল্প আপনি বিশ্বাস করেন?
সিদ্দিক সাহেব হেহে করে হেসে বললেন, ফাজলামি করেন? এগুলা বিশ্বাস করার মানে হয়!
রহমান সাহেব বললেন, আপনি গ্রামে দেখছেন গ্রামের শত শত লোক আগুন মজিদের মাজারে প্রতি রাতে মোমবাতির আগুন দেয়। এরা একটা মিথ্যা গল্প বিশ্বাস করছে, স্মরন করছে, মানছে- আপনি এদের আগুন দিতে বাঁধা দিয়েছেন? এদের বিরুদ্ধে বলেছেন কিছু?
সিদ্দিক সাহেব হেসে বললেন, আরে! আমি কেন বাঁধা দিতে যাবো? আমি কেন কথা বলব? তাদের কাজ তারা করুক।
যা ইচ্ছা করুক।
রহমান সাহেব এবার একটু ঝুকে এসে জিজ্ঞেশ করলেন, তাহলে আমার দেশের লোকজন একাত্তরের ২৫ শে মার্চের জ্বলজ্বলে সত্য ঘটনার স্মরনে ফেসবুকে কালো কভার ফটো দিলেই আপনার এত জ্বলে কেন ? তাদের নিয়েই শুধু এত কথা বলছেন কেন?
সিদ্দিক সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি গ্যোতগ্যোত করে কিছু বলার চেষ্টা করলেন। কিন্তু গলা দিয়ে কোন অর্থবোধক শব্দ বের হল না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।