আমাদের কথা খুঁজে নিন

   

নারায়নগঞ্জের বাসিন্দা হতে চাই ! রি.........

যে যায় লংকায়, সে হয় রাবন আলাদিনের চেরাগ পাওয়ার বাসনা কার নাই বলুন! কিন্ত আলাদিন ছাড়া এ প্রদীপ এ পর্যন্ত কেউ না পেলেও আমার সৌভাগ্য (!) হয়েছে। ঘষা মারতেই দৈত্য এসে হাজির। ‘হুকুম করুন আমার মালিক’। ভড়কে যায়নি, কারন “আলিপ লায়লা” সিরিয়ালে আলাদিনের দৈত্যের সাইজ দেখেছিলাম। দৈত্যের কাছে কেবল একটি জিনিস চাইলাম।

বললাম, আমাকে নারায়নগঞ্জে একটি বাড়ি বানিয়ে দাও । হুঙ্কার ছাড়লেন দৈত্য! মালিক, আপনি আমেরিকা কিংবা সুইজারল্যান্ডের কথা না বলে নারাগঞ্জে কেন? বলুন, আমি আপনাকে আমেরিকায় বাড়ির ব্যবস্থা করছি। ’ না, আমেরিকা কিংবা ইউরোপে সেলিনা হায়াত আইভি থাকেন না, তিনি থাকেন নারায়নগঞ্জে। ‘ ঠিক আছে মালিক, এক্ষুণি ব্যবস্থা করছি । ’ আনন্দে আত্বহারা আমি।

কিন্ত এতো সুখ রাখবো কেমন করে। মনটা চরম খারাপ হলো। কারন আমার রুমমেট নীরু আমার পাছায় কষে একটা লাথি মেরে বলল, ওঠ শালা! এখনও ঘুমাস!! অফিসে যাবিনা!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।