আমাদের কথা খুঁজে নিন

   

নারায়নগঞ্জের নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজের নগ্নতাঃ মিডিয়ার জন্য কলঙ্ক

মুক্ত চেতনায় বিশ্বাসি। সবার মতকে প্রধান্য দিতে চেশ্টা করি। আমি বাংলাদেশ প্রতিদিনের একজন মফস্বল প্রতিবেদক। বাংলাদেশ প্রতিদনকে মন থেকে ভালবাসি। দির্ঘ দিন ধরে আমি নারায়নগঞ্জ প্রতিনিধির প্রতিদিনের সংবাদ অত্যন্ত মনযোগ দিয়ে পড়ে আসছিলাম।

বাংলাদেশ প্রতিদিনের সংবাদের স্টাটিজির সাথে নারায়নগঞ্জ প্রতিনিধির কোন প্রকার মিল পায়না। আমরা জনগনের পক্ষে শ্লোগানকে ধারন করে চলে আসছি আমরা। কিন্তু আমি লক্ষ করলাম তিনি শামিম ওসমানের পক্ষে আছেন বলে সংবাদ পরিবেশন করছেন। এখন বুঝছিনা পত্রিকাটা কার? আকবর সোবহান সাহেবের না শামিম ওসমানের? যেভাবে সংবাদ দেখতাম মনে হচ্ছে শামিম ভোট ছাড়া জয়লাভ করেছে। নারায়নগঞ্জের সব কিছু শামিম ওসমানের বাকিরা সব জলে ভাইসা আইসে।

তাহলে কি বাংলাদেশ প্রতিদিনের নারায়নগঞ্জ প্রতিনিধি কি মোটা অংকের টাকা খেয়ে এ নির্বাচনের সংবাদ পরিবেশন করেছেন? নির্বাচনে শামিম ওসমান জয়লাভ করলে মনকে বুঝ দিতাম যে সে সত্য কথা বলেছে কিন্তু এখন মনে হচ্ছে তার মনগড়া সংবাদ। এটাকি বাংলাদেশ প্রতিদিনের মানসম্মানকে ডুবায়নি? এ প্রতিনিধির বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হোক। আবার একই সাথে বাংলা নিউজের প্রতিবেদকরা একাধিক রিপোর্টার পাঠিয়ে সারেজমিনে খোজ নিয়ে সংবাদ পরিবেশন করেছেন একই ভাবে। তারা শামিম ওসমানকে বিনা প্রতিদন্দ্বিতায় জয়যুক্ত করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“পের রিপোর্টার হিসাবে এহেন কর্মের কারনে নিজেদের আদর্শকে বলি দেওয়ার জন্য নিজেকে খুব অপরাধি মনে হচ্ছে।

লজ্জাবোধ করছি নিজের পরিচয় দিতে যে আমি একজন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“পের সাংবাদিক। ধিক জানায় নারাগঞ্জের সাংবাদিককে,,,,,,,,, ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।