আমাদের কথা খুঁজে নিন

   

যে মুভি পোস্টগুলো ড্রাফটই থেকে যাবে, কখনো সামুর মুখ দেখবে না

আপাতত রেস্টে আছি! :) [স্পয়লার: পোস্ট ব্যক্তিগত কথা আর অযাচিত লিঙ্ক দ্বারা পরিপূর্ণ] আমি শুধু মুভি পোস্ট দেই। অন্য কিছু নিয়ে খুব একটা লিখতে পারি না, ভালোও লাগে না। অনেক সময় এলোমেলো ভাবনাগুলোকে বেঁধে ফেলতে কি-বোর্ডের সামনে বসে যাই (ইন্সপায়ার্ড বাই দারাশিকো ভাই)। লেখা শুরু করি কোনো পোস্ট। কিন্তু অসম্পূর্ণ অথবা অপ্রাসঙ্গিক হওয়ায় সেগুলো আর পাব্লিশ করা হয় না।

ফলাফল- সেগুলোর স্হান হয় ড্রাফটে। ড্রাফট থেকে আজ তাদের তুলে আনছি সামুর পাতায়। এদের আর পাব্লিশ করবো না। কিন্তু, পোস্টগুলো লেখার সময় খুব আগ্রহ আর ভালোবাসা নিয়ে লিখেছিলাম। সেই ভালো লাগার স্মৃতিটাকে ধরে রাখতেই এই পোস্টের জন্ম।

**ওয়ার্ল্ড সিনেমা '৯৪-- আমার পছন্দের মুভির তালিকা করতে গেলে, যে বছরটি সিগনিফিক্যান্টলি চলে আসে, তা হলো ১৯৯৪। শশ্যান্ক রিডেম্পশন, ফরেস্ট গাম্প, স্পীড, এড উড, লিওন-দ্য প্রফেশনাল, লায়ন কিং, পাল্প ফিকশন, কালার ট্রিলোজি (২,৩), ন্যাচারাল বর্ণ কিলার্স্। সেগুলো নিয়ে কিছু কথা। লিওন মুভিটার জন্য ব্লগার জয় সরকারের একটা পোস্ট পারমিশন ছাড়াই ব্যবহার করতে চেয়েছিলাম (এটা ২০১০ সালের এপ্রিল মাসের ঘটনা)। এই পোস্টটি কোনো এক নিউ ইয়ার্স ইভে পাব্লিশ করার ইচ্ছে ছিলো।

আলসেমি করে পোস্টটা শেষ করা হয়নি। ** Se7en : সাত পাপের কানাকড়ি---আমার পছন্দের একটা মুভির রিভিউ লেখার চেষ্টা। পোস্টের শিরোনামটা "সাত ঘাটের কানাকড়ি" নামের নাটক থেকে ইন্সপায়ার্ড। (IMDb রেটিং: ৮.৭) **বই থেকে মুভি---যে সব বই পড়েছি। আবার তাদের মুভি অ্যাডাপ্টেশনও দেখেছি, সেগুলো নিয়ে একটা সিরিজ করার ইচ্ছে ছিলো।

যেমন- ট্যালেন্টেড মিস্টার রিপ্লি, রেড ড্রাগন। বইমেলার মাসে পাব্লিশ করার ইচ্ছে ছিলো। **এক টিকিটে ৪ টি মুভি---একটা টিকিট কেটে সিনোপ্লেক্সে ৪টি মুভি দেখে ফেলেছিলাম। সেই গল্প। সাথে ঢাকার বাইরের হলগুলোতে প্রচলিত 'এক টিকিটে ২ টি মুভি" নিয়ে কিছু স্মৃতি রোমন্হন।

**বিশ্বের সেরা ৮ পরিচালকের নির্মিত অ্যাকশন মুভি সিরিজ: The Hire--- একটি ক্যারেক্টারকে কেন্দ্র করে, বিশ্বের অন্যতম সেরা আট নির্মাতা ১০ মিনিটের ৮টি শর্ট ফিল্ম বানিয়েছেন। প্রতিটাতেই মি: ড্রাইভার (Clive Owen)-এর সামনে নতুন একটা মিশন থাকে। সাথে একটা করে BMW গাড়ি আর অনেক অ্যাকশন। এই আট পরিচালক কারা??? Ang Lee (Brokeback Mountain) John Frankenheimer (Ronin, The Manchurian Candidate) Wong Kar-wai (In the Mood for Love) John Woo (Face/Off, Mission: Impossible 2) Joe Carnahan (Smokin' Aces, The A-Team) Tony Scott (Man on Fire, True Romance) Alejandro González Iñárritu (Amores perros, Babel ) Guy Ritchie (Snatch, Sherlock Holmes) স্ট্যাথামের "ট্রান্সপোর্টার ট্রিলোজী" এই সিরিজ দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড। **সম্পূর্ণ শাদা-কালো---পছন্দের খান দশেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি নিয়ে বকবক।

12 Angry Men থেকে Howrah Bridge, Awaara পর্যন্ত। সাড়ে ৭৪, মৌচাক হয়ে এতটুকু আশা, দর্পচূর্ণ পর্যন্ত। **আমার পছন্দের কিছু জঘন্য মুভি---ব্লগার দারাশিকো ভাইকে এক পোস্টে বলেছিলাম, এম্নিতে জঘন্য কিন্তু আমার ভালো লাগে এমন কিছু মুভি নিয়ে লিখবো। যেমন: দ্য ব্ল্যাক ডালিয়া। **বাচ্চা ভয়ঙ্কর, বাচ্চার মা আরো ভয়ঙ্কর---আমরা সাধারণত মায়েদের কোমল রূপের সাথে পরিচিত।

কিন্তু সন্তান হারানো মা যে কতটা রুঢ়, কঠোর হতে পারে সেটা নিয়ে তিনটা মুভি। মা দিবসকে টার্গেট করে লিখেছিলাম। Mother (IMDb রেটিং: ৭.৯) Confessions (IMDb রেটিং: ৭.৮) Changeling (IMDb রেটিং: ৮.০) **Musical Instrument নিয়ে দুটি মুভি। শুধুমাত্র বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে নির্মিত দারুণ দুইটি মুভি। The Red Violin (IMDb রেটিং: ৭.৭) আর The Piano (IMDb রেটিং: ৭.৫)।

**Irritated-Overrated মুভিজ---পাল্প ফিকশন, সিটিজেন কেইন, স্লামডগ মিলিয়নিয়ার এই মুভিগুলো কি আসলেই ওভাররেটেড?এদের হাই-রেটিং এর পক্ষে কিছু যুক্তি। **নামে কি বা আসে যায়---কিছু মুভি আছে যেগুলোর নামের মঝে Baby শব্দটি থাকলেও, সেগুলো মোটেও বাচ্চাদের মুভি নয়। Gone Baby Gone (IMDb রেটিং: ৭.৮) Million Dollar Baby (IMDb রেটিং: ৮.২) **True Romance---বাচ্চাদের রোম্যান্স নিয়ে মুভি। কে বলবে ওরা ছোট!চিলড্রেনস ডে টার্গেট করে লিখেছিলাম। Little Manhattan (IMDb রেটিং: ৭.৬) Let the Right One In (IMDb রেটিং: ৮.১) A Little Romance (IMDb রেটিং: ৭.২) **তিন রাশিয়ান---ব্লগার রুশো ভাইয়ের সাথে এক পোস্টে তিনটা অসাধারণ রাশিয়ান মুভি নিয়ে কথা হয়েছিলো।

সেই মুভি তিনটা মুভি নিয়ে পোস্ট। Ivan's Childhood (IMDb রেটিং: ৮.১) The Cranes are Flying (IMDb রেটিং: ৮.১) Ballad of a Soldier (IMDb রেটিং: ৮.২) **৩টি আর্টিস্টিক সাই-ফাই মুভি 2001: A Space Odyssey (IMDb রেটিং: ৮.৪) Blade Runner (IMDb রেটিং: ৮.৩) Gattaca (IMDb রেটিং: ৭.৮) **ফ্লাইং ডাচ মুভিজ---তিনটা ডাচ মুভি নিয়ে পোস্ট Lilja 4-Ever (IMDb রেটিং: ৭.৯) Nightwatch (IMDb রেটিং: ৭.৫) (IMDb রেটিং: ৭.৬) **এপার-ওপার---প্রতিবেশী দেশগুলোর মুভি নিয়ে পোস্ট Paradise Now (ফিলিস্তিন) (IMDb রেটিং: ৭.৫) Waltz with Bashir (ইজরায়েল) (IMDb রেটিং: ৮.০) J.S.A.: Joint Security Area (দক্ষিণ কোরিয়া) (IMDb রেটিং: ৭.৮) উত্তর কোরিয়ার কোনো মুভি দেখা হয়নি Aaranya Kaandam (ইন্ডিয়া) (IMDb রেটিং: ৭.৪) Khuda Kay Liye (পাকিস্তান) (IMDb রেটিং: ৭.৮) **৬টি মাস্ট সী নন-হলিউড অ্যানিমেশন মুভি সাতোশি কোন এর দুইটা মুভি Perfect Blue (IMDb রেটিং: ৭.৫) The Triplets of Belleville (IMDb রেটিং: ৭.৭) Persepolis (IMDb রেটিং: ৮.০) When The Wind Blows (IMDb রেটিং: ৭.৮) 5 Centimeters Per Second (IMDb রেটিং: ৮.০) Millennium Actress (IMDb রেটিং: ৭.৮) **"এ যাবৎকালের সবচেয়ে Underrated ১০টি মুভি"--- ২০০৯ সালের ১২ ডিসেম্বর "এ যাবৎকালের সবচেয়ে Overrated ১০টি মুভি" নামে একটা পোস্ট দিয়েছিলাম। লিস্টটি করেছিলেন মার্টিন কন্টেরিও নামে এক সমালোচক। সেই পোস্টের দুই/তিন বছর পর আরেকটি পোস্ট দেওয়ার ইচ্ছা ছিলো। এবারের লিস্টও মার্টিন কন্টেরিও-ই করা।

তবে এবার আন্ডাররেটেড মুভি নিয়ে। **অনুকরণের সমীকরণ : Inception vs Paprika--- ড্রিম মেশিন নিয়ে এ যাবৎ মুভি হয়েছে মাত্র দুটো। নোলান তার ইনসেপশন বানিয়েছেন ২০১০ সালে আর (ডিমেন্টেড জিনিয়াস) সাতোশি কোন প্যাপরিকা বানিয়েছেন ২০০৬ সালে। এই দুটো মুভির মেইন থিমে রয়েছে অদ্ভূতুড়েভাবে এক। তাছাড়া বেশ কিছু শটের ফ্রেমিং এর মাঝে রয়েছে লক্ষ্যণীয় মিল।

তবে কি নোলান জাপানী যাদুকরের মুভি থেকে কপি করেছেন!নাকি মিলগুলো নিছকই কাকতাল?একটি কম্পারেটিভ অ্যানালাইসিস করার অপচেষ্টা। ->আমার কমপ্লিট করা মাত্র তিনটা মুভি পোস্ট আছে (৬টি নন হলিউড থ্রিলার, ৫টি আর্টিস্টিক মুভি, ভালোবাসার ১২ পর্ব-২)। সেগুলোর মায়া ছাড়তে পারছি না। তাই, সেগুলো পোস্ট করবো। মুভি নিয়ে লিখতাম মূলত নিজের ভালো লাগা থেকেই।

অন্য মুভি পোস্টগুলোতে মন্তব্যও করতাম সেই কারণেই। আজ সকালে লিখতে বসে আবিষ্কার করলাম, যে ভালোবাসা নিয়ে লিখতাম সেটা হারিয়ে গিয়েছে। কেমন যেন বিটারনেস কাজ করছে। তাই একটু বিরতি নিলাম। সবার জন্য শুভকামনা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.