valo kichu korte chai ছি ! এটা কোনো জীবন হলো ? এটা কোন্ ধরণের লাইফ স্টাইল ? প্রশ্ন দু'টি কিন্তু খুব পুরোনো নয় এই তো কিছুদিন আগ থেকে প্রশ্ন দু'টি সারাক্ষণই মনের মাঝে উকিঝুকি মারছে তাড়া করে ফিরছে ভাগ্য বিড়ম্বনার ইতিকথা বিবেকের দংশনে পুড়ে মরছি আর শুথুই বলছি- ছি ! এটা কোনো জীবন হলো ? এটা কোন্ ধরণের লাইফ স্টাইল ? তবুও এটিই বাস্তবতা যে বাস্তবতাকে অস্বীকার করবার সুযোগ নেই মনে-প্রাণে চাইছি দৃশ্যপট পরিবর্তন করতে চাইছি নিজেকে, পরিবারকে এমনকি সমাজটাকে বদলে দিতে স্বপ্ন দেখতে শুরু করেছি দিন বদলের যে শ্লোগান আজ আমাদের কোটি জনতার মুখে মুখে কিন্তু চাইলেই কি সবকিছু বদলে ফেলা সম্ভব ? হ্যা সম্ভব, এবং ঠিক তখনি- যখন আমি নিজেকে শোধরাতে পারব অন্যথায় তা কষ্কিনকালেও সম্ভবপর হবার নয় । কিন্তু হায় ! নিজের দিকে তাকিয়ে দেখি ব্যক্তিসত্বার রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি শীরা-উপশীরায়, লহু কণিকায় প্রবল দাপটের সাথে মিশে রয়েছে অনিয়ম, অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার, দূর্নীতি আর অবৈধ ও অসাংবিধানিক যত কার্যকলাপ । সততা, নিষ্ঠা, নৈতিকতা ও মানবতার কোনো বালাই সেখানে নেই । আমার অভিধানে পর্যন্ত এসব শব্দের অস্তিত্ব নেই । এই আমি কী করে সমাজটাকে বদলে দিতে পারি ? তাই তো আমাকেই আগে বদলাতে হবে তা না হলে আবার বলতেই হবে- ছি ! এটা কোনো জীবন হলো ? এটা কোন্ ধরণের লাইফ স্টাইল ??? ---তালহা ইবনে রেজা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।