আমাদের কথা খুঁজে নিন

   

যুবাদের দেখা নেই নারায়ণগঞ্জ শহরে!

আমি নতুন কিছু লিখবো নারায়নগঞ্জে কোনও যুবক ও তরুণ নেই! কথাটি যেমনই শোনা যাক, নির্বাচনের ঠিক একদিন আগে নারায়নগঞ্জে আসলে এর বাস্তবতার ঢের প্রমাণ মিলবে। এখানকার রাস্তাগুলোতে নেই উঠতি বয়সি তরুণদের কোনও ভীড়। নেই কানে তালা দেওয়া মটরসাইকেলের দলবদ্ধ হর্ণের শব্দ। যুবকদের আনাগোনাও কদাচিৎ। নবগঠিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম নির্বাচনের মূল নিয়ামক হবে যুবক ও তরুণ ভোটাররা।

এমনই একটি রবের মধ্যে টানা তিন সপ্তাহ নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন প্রধান তিন মেয়র প্রার্থী। শুক্রবার নির্বাচনী প্রচারণার শেষদিনটিও রাজপথ ছিল এই তরুণ ও যুবক ভোটারদের কব্জায়। কিন্তু শনিবারের নারায়নগঞ্জ শহরটির চেহারায় কেমন যেন পরিবর্তন লক্ষ্য করা গেছে। পুরো শহর চষে বেড়ানোর পর এই চিত্রটি যে কারও নজর এড়াবে না। কোথাও এই যুবাদের জটলা নেই।

বিভিন্ন বিপণী বিতানেও সাধারণ মাঝ বয়সি লোকের ভীড় থাকলেও এদের সংখ্যা উল্লেখ করার মত নয়। এনিয়ে কিছুটা কৌতুহলও তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। কেউ বলছেন আইনশৃঙ্খলাবাহিনীর নজর এড়াতে অনেকেই ঘর থেকে বের হয়নি। আবার কেউবা বলছেন বহিরাগতরা শহর ছাড়ার পর বাকিরাও গা-ঢাকা দিয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিনে লাইসেন্সবিহীন ও বেআইনিভাবে চালানোর কারণে সিটি এলাকার তিনটি থানায় দু’শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

এ ভয়ে নির্বাচনের শেষ মূহূর্তে ঝামেলা এড়াতে যুবাদের অধিকাংশই মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হতে সাহস পায়নি বলে ধারণা করছে পুলিশ। চাষাড়া এলাকার পান দোকানদার শফিক মিয়া এ প্রসঙ্গে বাংলানিউজকে জানান, বিগত দিনগুলোতে এদের মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে পথচারিরা ভয়ে থাকত। কিন্তু আজ (শনিবার) সকাল থেকেই তেমন কাউকে সেরকম দেখা যায়নি। হঠাৎ যুবাদের এরকম উধাও নিয়ে শহরবাসীর অনেকে বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করে তারা বলছেন, তরুণ ও যুবক ভোটারদের মধ্যে যারা নির্বাচনী কাজে অধিকমাত্রায় সক্রিয় ছিলো তাদের অনেকে মূল শহর ছেড়ে বন্দর ও এর আশপাশে বিভিন্ন বাসায় অবস্থান করছে।

এদের মধ্যে আবার অনেকে ঘর থেকে রাস্তায় পা ফেলছেন একটু সাবধানে। জরুরি কাজ সারছে রিক্সা নিয়ে। তবে সব কিছুর পর এই যুবারাই ঠিক করবে আগামী দিনে তাদের নগর অভিভাবক। এমনই প্রত্যাশা এখানকার নাগরিকদের। বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।