আমাদের কথা খুঁজে নিন

   

জাতী্য় স্বার্থের পক্ষে যারা আছেন তাদের সাথে আছি; লংমার্চ নিয়ে মৌমাছির বিষোদ্গারের জবাবে

আমার খামার নেই নেই কোন শস্যকণা এই মূহুর্তে ঢাকা থেকে সুনেত্র অভইমুখী লং মার্চ যাচ্ছে আমি তার সাথে যাচ্ছি আছি থাকছি। আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। এমনকি জাতীয় কপমিটির সাথেও আমার কন সম্পর্ক বা যোগাযোগ নেই। তবুও আমি এর সাথে যাচ্ছি , আমার যথেষ্টই কায়ক্লেশ হচ্ছে। আমার পক্ষে খুবই সম্ভব ছিল ঢাকায় বসে স্বস্তির রোদ পোহানো।

আমি তা করছি না। করছি না কারণ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জাতীয় কমিটি এ যাত্রা শুরু করেছে আমি একজন সচেতন নাগরিক হিসাবে তা খুব যৌক্তিক মনে করি। জাতীয় কমিটি কোন ভুঁইফোড় সংগঠন নয়। আমাদের জাতীয় সম্পদ রক্ষায় এর সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। এর অর্জনও কম নয়।

সে অর্জনকে হেয় করার একরকম চক্রান্ত লক্ষ করছি ব্লগে। যখন সামহোয়ার সময়ের চাহিদায় লংমার্চের পক্ষে পোষ্ট স্টিকি করেছে তখন মৌমাছি নামক জনৈক ব্লগার এই উদ্যোগের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমার বিশেষ কিছু বলার নাই পারভেজ আলম যথেষ্ট বলেছেন: বাসদ, জাসদ, নাস্তিক, বাম গোষ্ঠী ব্লগার-অনলাইন একটিভিস্ট নামে একটা নতুন বোতলে পুরনো মদ নিয়ে একটা রাজনৈতিক দল খুলেছে। এই লাইনটার অর্থ কি হয় ভাই? সত্যি বলছি, অর্থ বুঝি নাই। কি বলতে গিয়া কি বললেন আসলেই বুঝলাম না।

দেশে কি কোন নতুন রাজনৈতিক দল হয়েছে ব্লগার অনলাইন একটিভিস্ট নামে? নাকি তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিকেই রাজনৈতিক দল বলছেন? সোস্যাল মিডিয়া একটিভিজম কি জিনিস সেটা কি আপনি জানেন না? "জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট" ফোরাম একটি সোস্যাল মিডিয়া একটিভিস্ট ফোরাম। যেহেতু এই একটিভিজম জাতীয় স্বার্থে তাই জাতীয় স্বার্থের প্রশ্নে শিক্ষা, জ্বালানী সম্পদ, জাতীয় সার্বভৌমত্ব এ ধরণের ইস্যুগুলোতেই আমাদের সমর্থন ও একটিভিজম। আপনি এর সাথে নকশালপন্থার তুলনা এনেছেন হয় আপনার মূর্খতার কারনে, অথবা এই সোস্যাল মিডিয়া একটিভিজমকে আপনি ভয় পান। সামু সোস্যাল মিডিয়া, অল্টারনেটিভ মিডিয়া। সেই দায়িত্ব যদি সামু ঠিকঠাক ভাবে পালন করে তাতে আপনার ভয় কোথায়? জ্বালানি সম্পদের রাজনীতি বর্তমান পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়।

জ্বালানি সম্পদের মালিকানার একদিকে যেখানে কর্পোরেট বহুজাতিক পশ্চিমা শক্তিগুলা তৎপর তার বিপরীতে দেশে দেশে জনগণের সচেতন প্রতিরোধ হচ্ছে। এই প্রতিরোধে জনগণের যে মানসিক সাপোর্ট তাকে আপনি মূল্যায়ন না করে কার পক্ষ নিচ্ছেন? আমি নিজে কোন বাম রাজনৈতিক দলএর সাথে জড়িত না, আমার মতো অনেকেই আছেন যারা নয়া উপনিবেশ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিপক্ষে দেশের সাধারণ জনগণের সার্বভৌমত্ব এবং জাতীয় সম্পদের উপর তাদের মালিকানা প্রতিষ্ঠার পক্ষে থাকায় জাতীয় কমিটির বিভিন্ন কর্মসূচীকে সাপোর্ট করে। এদের সংখ্যা অনেক। এরা কেউ হয়তো ব্লগে, কেউ ফেসবুকে, কেউ রাজপথে প্রতিবাদে অংশ নিচ্ছে। নতুন প্রজন্মের জাতীয় স্বার্থের প্রশ্নে দল মত নির্বিশেষে এই যে মানসিক ঐক্য গড়ে উঠছে তাকে নকশালপন্থী উল্লেখ করে এবং নকশালপন্থী ও রাজাকার এ দুই শব্দের কৌশলী ব্যাবহার করে নিজেই বর্তমান সময়ের 'রাজাকার'এ পরিণত হচ্ছেন কিনা ভেবে দেখবেন।

বুঝতে দেড়ি হলে 'মিরজাফর' 'গোলাম আজম'দের কাতারে কবে আপনার নাম লেখা হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না। সর্বশেষ একটা প্রশ্ন, "বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে ১০ বছর আগে যদি গ্যাস রপ্তানি সফল হয়ে যেতো, তাইলে এখন বাংলাদেশের কি অবস্থা হতো? এর বিরুদ্ধে ২০০১এ জাতীয় কমিটির ঢাকা-বিবিয়ানা সফল লংমার্চকে আপনি কি চোখে দেখছেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।