একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার স্বপ্ন ছোটবেলা থেকেই লালন করছেন শান্তি। ব্রাক্ষণবাড়িয়ার এই কণ্ঠশিল্পী এবার তহবিল জোগাড় করার লক্ষ্যে 'মায়াভরা চোখে' নামে নিজের প্রথম একক অ্যালবাম বের করছেন। অ্যালবামের গীতিকার শিল্পী নিজেই। তবে একটি গান প্রিয় শিল্পী আবদুল আলীম স্মরণে গেয়েছেন তিনি।
শান্তির জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামে।
ছোটবেলা থেকেই শিক্ষাগুরু চন্দন আচার্যের কাছে সঙ্গীতের প্রথম স্তবক গ্রহণ করেন। শান্তি বলেন, 'আমি আশাবাদী মানুষ। মানবসেবার লক্ষ্য নিয়ে যেহেতু এই অ্যালবাম প্রকাশ হচ্ছে, আমার বিশ্বাস এটি সবার দৃষ্টি আকর্ষণ করবে। যদি অ্যালবামটি ব্যর্থও হয় তবুও হাল ছাড়ব না। চেষ্টা করে যাব।
'
গান গাওয়ার পাশাপাশি শান্তি এখন একটি উপন্যাস লিখছেন। 'অবাঞ্ছিত পৃথিবী' নামের উপন্যাসটি আগামী বছরের একুশে বইমেলায় প্রকাশ হবে বলে জানান তিনি। এটিও বৃদ্ধাশ্রম তৈরির অজন্য র্থ জোগানের আরেকটি উদ্যোগ। বই প্রকাশের পর ২০১২ সালের পহেলা বৈশাখ উপলক্ষে 'আপন ঘর' নামে আরেকটি আ্যলবাম প্রকাশ করতে চান তিনি। ওই আ্যলবামটি সমাজের অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য উৎসর্গ করা হবে।
শান্তি বলেন, 'আশা করছি আমার এই মহৎ উদ্দেশ্য সফল করতে শ্রোতা-দর্শকরা আমার পাশে দাঁড়াবেন। ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।