আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ছিলেন না বলে জানিয়েছেন উইং কমান্ডার হামিদুল্লাহ খান। গত বৃহস্পতিবার নিজেকে সাব-সেক্টর কমান্ডার দাবি করে জাতীয় সংসদে সুরঞ্জিত সেন বক্তব্য দেয়ায় গতকাল এক বিবৃতিতে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণকারী হামিদুল্লাহ খান প্রতিবাদ জানান।
তিনি বলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে ৫নং সেক্টরের বড়ছড়া সাব-সেক্টরের রাজনৈতিক সংগঠক করা হয়েছিল। সেখানে সাব-সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মুসলেম উদ্দিন ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ভুইয়া। খাওয়া ও থাকার ব্যবস্থা না থাকায় রাজনৈতিক সংগঠকরা সাব-সেক্টরে খুব কমই আসতেন।
সুরঞ্জিত রাজনৈতিক সংগঠক হিসেবে অনেকবার এসেছেন। কেননা প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দফতর ছিল কলকাতার ৮নং নভোথিয়েটার রোডে।
হামিদুল্লাহ খান বলেন, ১৯৭২ সালে আমি বাংলাদেশ বিমানবাহিনীর প্রভোস্ট মার্শাল থাকার সুবাদে সশস্ত্রবাহিনীর সব শাখাতেই সিনিয়র মোস্ট অফিসারদের সঙ্গে পরম হৃদ্যতা ছিল। অন্যান্য ফোর্স (ব্রিগেড), সেক্টর, সাব-সেক্টর এবং বাংলাদেশের অভ্যন্তরে গঠিত মুক্তিযুদ্ধের সহায়ক গ্রুপ-দল নেতাদের বিষয়ে সম্যক অবগতির জন্য আমি আর্ম ফোর্সেস-এর সদর দফতরে অহরহ যাতায়াত করে মুক্তিযুদ্ধ বিষয়ে তথ্য সংগ্রহ করতাম। সব গুরুত্বপূর্ণ পদেই মুক্তিযোদ্ধা অফিসাররা ছিলেন।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।