নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সম্মিলিত নাগরিক পরিষদের প্রার্থী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী নীরব ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। এ লক্ষ্যে তিনি ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন।
নবগঠিত নাসিকের ২৭টি ওয়ার্ডের সবগুলোতেই প্রচারণা ও গণসংযোগ করেছেন আইভী। এসব এলাকার অধিকাংশ মানুষের কাছেই তিনি সরাসরি পৌঁছেছেন ভোটের দাবি নিয়ে। নির্বাচনী প্রচারণার আর মাত্র ১ দিন বাকি।
শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হবে। শেষ মুহূর্তের প্রচারণায় বৃহস্পতিবার সারাদিনই তিনি বিভিন্ন এলাকা ঘুরেছেন। সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরবাড়ি, ধনকুণ্ডা, আদমজী বিহারী ক্যাম্প, সানারপাড়, মিজমিজি, শিমরাইল, হিরাঝিল এলাকা ঘুরে ঘুরে মানুষের কাছে তিনি ভোট চেয়েছেন। এ সময় আইভীর সঙ্গে ছিলেন সাবেক এমপি এস এম আকরাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন না পেলেও দলের স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ তার পক্ষে জোরেশোরে কাজ করছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য সারা বেগম কবরীও নেমেছেন আইভীর পক্ষে। তিনি বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে আইভীর সঙ্গে প্রচারণায় অংশ নেন। এর আগে সোমবার রাতে আইভীর পক্ষে গঠিত হয়েছে সম্মিলিত নাগরিক পরিষদ। ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাবেক এমপি এস আকরাম। কমিটির সদস্য সচিব করা হয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বিকে।
সংগঠনটিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদের নেতারাও রয়েছেন। রয়েছেন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষাবিদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সাবেক ফুটবলার, ব্যবসায়ী নেতা, এনজিও কর্মী, নাট্য সংগঠক ও পুস্তক প্রকাশকও। আইভী নাসিক নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেতে ব্যর্থ হন। আওয়ামী লীগ এখানে শামীম ওসমানকে মেয়র পদে সমর্থন দেয়। দলের সমর্থন পেতে ব্যর্থ আইভী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রচারণা ও গণসংযোগ করছেন।
এদিকে দলীয় রাজনীতির বাইরে সাধারণ মানুষের মধ্যে সেলিনা হায়াত আইভীর নীরব সমর্থন লক্ষ্য করা গেছে। কোনও দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, এ রকম ভোটারদের একটি উল্লেখ্যযোগ্য অংশের সমর্থন রয়েছে আইভীর পক্ষে। নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে তাদের এ রকম মনোভাবই জানা যায়। খানপুর কুমুদিনি এলাকার বাসিন্দা হাসিনা বাংলানিউজকে বলেন, ‘আইভীর পক্ষেই মানুষের সমর্থন বেশি। মানুষ আইভীকেই বেশি পছন্দ করে।
’ আইভী নিজেও বার বার তার পক্ষে গণজোয়ারের কথা দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘গণজোয়ার আমার দিকে। ’
আইভীর পক্ষে গঠিত সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব রফিউর রাব্বি বাংলানিউজকে বলেন, ‘সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন আইভী। যারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারাই আইভীর পক্ষে। এ অভূতপূর্ব সাড়া দেখে কোনও কোনও মহল আইভীর বিরুদ্ধে অপপ্রচার এমনকি চরিত্র হননেরও অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘তবে আশা করি কোনও অপপ্রচারই টিকবে না।
’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।