আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল দিয়েই স্ক্রিনশট !!!

একজন সাধারণ মানুষ আমরা প্রায়ই কম্পিউটারের বিভিন্ন সমস্যা কাউকে দেখাতে বা কোনো সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি দেখাতে বা আরো অনেক কাজে স্ক্রিনশট নিয়ে থাকি । স্ক্রিনশট যদি মোবাইল দিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় ? চলুন দেখাই কিভাবে মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে হয়। এটি জাভা,সিমবিয়ান সব সেটেই করা যাবে । প্রথমে Opera mini modifed version ডাউনলোড করে নিন । তারপর open করে menu>tools>settings>navigation>shotcuts>edit এ যান ।

সেখানে 44 no এ screenshot অপশন আছে। সেটিকে edit করে shortcut করে নিন। যেমন আমি *9 দিয়ে shortcut করে নিয়েছি। তারপর menu>tools>settings>genaral>path for saving screenshot থেকে আপনি folder বেছে নিন । তারপর নিচের image size আপনার মোবাইলের রেজ্যুলেশন অনুযায়ী ঠিক করে save করুন ।

আমি 240*320করেছি। ব্যস এখন যেকোনো পেজে গিয়ে *9 চাপ দিলেই screenshot নেয়া হয়ে যাবে। Download link: Click This Link পোস্টটি আমি মোবাইল দিয়ে করেছি । স্ক্রিনশট গুলোও মোবাইল দিয়ে নেওয়া । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.