একজন সাধারণ মানুষ আমরা প্রায়ই কম্পিউটারের বিভিন্ন সমস্যা কাউকে দেখাতে বা কোনো সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি দেখাতে বা আরো অনেক কাজে স্ক্রিনশট নিয়ে থাকি ।
স্ক্রিনশট যদি মোবাইল দিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় ?
চলুন দেখাই কিভাবে মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে হয়।
এটি জাভা,সিমবিয়ান সব সেটেই করা যাবে ।
প্রথমে Opera mini modifed version ডাউনলোড করে নিন । তারপর open করে
menu>tools>settings>navigation>shotcuts>edit এ যান ।
সেখানে 44 no এ screenshot অপশন আছে। সেটিকে edit করে shortcut করে নিন। যেমন আমি *9 দিয়ে shortcut করে নিয়েছি।
তারপর menu>tools>settings>genaral>path for saving screenshot থেকে আপনি folder বেছে নিন । তারপর নিচের image size আপনার মোবাইলের রেজ্যুলেশন অনুযায়ী ঠিক করে save করুন ।
আমি 240*320করেছি। ব্যস এখন যেকোনো পেজে গিয়ে *9 চাপ দিলেই screenshot নেয়া হয়ে যাবে।
Download link:
Click This Link
পোস্টটি আমি মোবাইল দিয়ে করেছি । স্ক্রিনশট গুলোও মোবাইল দিয়ে নেওয়া । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।