নেট উৎপাদন বাড়াতে প্রায় সব ধরনের ফসলেই মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন দেশের কৃষকরা। ফলে প্রতিবছরই আশঙ্কাজনক হারে বাড়ছে কীটনাশক আমদানি। অন্যদিকে মসলা ও ফলের রসসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে মেশানো হচ্ছে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপকরণ। বাংলাদেশ ব্যাংক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) হিসাবে ২০০৪-০৫ অর্থবছরে তিন কোটি ৮৫ লাখ টাকার কীটনাশক আমদানি করা হয়। ২০১০-১১ অর্থবছরে আমদানি করা হয়েছে ১৮ কোটি ৬৩ লাখ টাকার কীটনাশক। এ ছাড়া ভারত ও চীন থেকে আরো প্রায় সমপরিমাণ কীটনাশক অবৈধ পথে দেশে আসে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিসংখ্যান মতে, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১০ বছরে কৃষি ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার বেড়েছে ৩২৮.৪ শতাংশ। ফসলে ব্যবহৃত কীটনাশকের মধ্যে প্রায় ৭৬ সত্যর সহযািএ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।