আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ভালোবাসলে সোনার ফসলে ভরে যায় মাঠ, পুলকের দানায়

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি ভালোবাসলে সোনার ফসলে ভরে যায় মাঠ, পুলকের দানায়
__শাফিক আফতাব

তুমি সম্মুখে এলে চোখের বস্ত্র খুলে যায় __
এক নগ্নসুন্দর নান্দনিকতার শরীর ছুঁয়ে উষ্ণতার ভাঁপ ওঠে
আর ব্যবহার্য সাদাকালো কথাগুলো অবিকল গোলাপ কলি হয়ে যায় __
হৃদয় আমার আনন্দগুলো খায় খায় খুঁটে খুঁটে।

তুমি এক আশ্চর্য যাদুর পুতুল !
বাজিকরের হাতে যেমন ডিম থেকে নিমিষেই ফুটফুটে ছানা হয় __
বাতাসে যেমন নদীর জলেরা বিনাকারণেই করে কুলকুল,
তোমার সাথে আামার অবিকল অন্বয়।



আলোবাতাসের ভীড়ে তোমার এক রূপ :
অথচ পউয়ের আঁধারে তুমি বাজিকরের যাদুটোনায় অন্যরকম,
তোমার দেহ থেকে তখন ঝরে আবহমান প্রেমের ধূপ __
তখন তুমি যাদুমন্ত্রে সুন্দর, অপরূপ আর অনুপম।

তুমি সম্মুখে এলে চোখের বস্ত্র খুলে যায় আমার, আবরণ খুলে যায় __
তুমি ভালোবাসলে সোনার ফসলে ভরে যায় মাঠ, পুলকের দানায়।
২৬.১২.২০১৩


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।