শুক্রবার দুপুরে ঝাকুনীপাড়া কালাপীর বাবা মাজার সংলগ্ন গোমতী নদীর তীরে শাবনুরের (৯) লাশ পাওয়া যায়।
শাবনুর ঝাকুনীপাড়া এলাকার প্রবাসী শফিক মিয়ার মেয়ে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ শাবনুরের পরিবারের বরাত দিয়ে বলেন, শাবনুরসহ দুই শিশু সকাল ৮টায় গোমতী নদীর তীরে ঘাস কাটতে যায়। দুপুরে বাড়িতে ফিরে না আসায় শাবনুরের বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ পায়।
খুনের কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহিউদ্দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।