আমাদের কথা খুঁজে নিন

   

দেখা অথবা অদেখার দ্বন্দ

স্বাপ্নিক মানুষ খুঁজে ফিরি সত্য ও সুন্দরের আশায় আমি এখন অবাক হই না খুব , খুব একটা কাঁদিও না আজকাল , কষ্টটা আসলে কি তা ভুলেও খুঁজি না আমি সত্যি অবাক হইনা এখন । ধূসর আকাশ দেখি , জলহীন নদী দেখি, ঝরাপাতা দেখি , কবিতার নামে তোমার মিথ্যা আবেগ দেখি, স্বপ্ন নিয়ে তোমার দুস্বপ্নের খেলা দেখি , আবার ধূসর আকাশ দেখি, আবার জলহীন নদী, আবার ঝরাপাতা । দেখিনা শুধু জোছনার রাত , দেখিনা শুধু স্বপ্নদুয়ার , দেখিনা শুধু একটা খোলা আকাশ , দেখিনা শুধু কবিতার প্রহর , কারণ তোমার কাছে যা শুধু সম্পর্কের সংঙ্গা আমার কাছে তা ভাললাগার কবিতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.