বৃহস্পতিবারের আরেক ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে আগের ম্যাচে পানামার কাছে হেরে যাওয়া মেক্সিকো।
‘এ’ গ্রুপে প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে পানামার ৬, মেক্সিকো ও মার্তিনিকের ৩ এবং কানাডার শূন্য পয়েন্ট। রোববার গ্রুপের শেষ ম্যাচে পানামার প্রতিপক্ষ কানাডা, আর মেক্সিকো খেলবে মার্তিনিকের বিপক্ষে।
উত্তর ও মধ্য আমেরিকার ১২ দলের প্রতিযোগিতাটির উদ্বোধনী দিনে কানাডাকে ১-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দেয়া মার্তিনিক পানামার বিপক্ষেও দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু সিয়াটলের সেঞ্চুরিলিঙ্ক ফিল্ডে ৭২ মিনিটে জ্যাকি বার্দিকস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্তিনিককে দশ জনের দলে পরিণত করলে খেলার চেহারা পাল্টে যায়।
৮৫ মিনিটে বদলি জাইরো জিমেনেজকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় পানামা। তা থেকে গোল করে গ্যাব্রিয়েল তরেস দলকে নিয়ে যান শেষ আটে।
একই মাঠে প্রতিযোগিতার ৬ বারের চ্যাম্পিয়ন মেক্সিকো প্রথম গোলের দেখা পায় ৪২ মিনিটের সময়, রাউল জিমেনেজের সৌজন্যে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে মেক্সিকানদের জয় নিশ্চিত করেন মার্কো ফ্যাবিয়ান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।