শেষ চারে তারা মুখোমুখি হবে পানামার, অপর কোয়ার্টার ফাইনালে যারা কিউবাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে।
আটলান্টার জর্জিয়া ডোমে রোববারের কোয়ার্টার ফাইনালে প্রাধান্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাচ্ছিলো না সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকো। শেষে খেলার ৮৪ মিনিটে মিগুয়েল লেয়ুন প্রাদোর ক্রস থেকে জয়সূচক গোলটি করেন রাউল জিমেনেজ।
কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে কিউবার জালে ছয় গোল দেয়া পানামা কিন্তু প্রথমে পিছিয়ে ছিল। কিন্তু প্রথমার্ধে গ্যাব্রিয়েল তোরেসের জোড়া গোলে এগিয়ে যায় পানামা।
দ্বিতীয়ার্ধে ব্লাস পেরেজও করেন জোড়া গোল। বাকি দুটো গোল করেন কার্লোস রডরিগেজ ও জারিও জিমিনেজ।
বুধবার টেক্সাসের কাউবয় স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো ও পানামা। গ্রুপ পর্যায়ের খেলায় কিন্তু মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল পানামা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।