রেডিও গ্লোবোর কাছে আসা কিছু নথিপত্র অনুযায়ী নেইমার যদি আগামী পাঁচ বছরে ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের শীর্ষ তিন ফুটবলারের মধ্যে থাকেন তবে বার্সেলোনা বাড়তি ২০ লাখ ইউরো দেবে সান্তোসকে।
কনফেডারেশন্স কাপের আগে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে ব্রাজিলের সান্তোস থেকে ব্রাজিল তারকাকে কিনে নেয় বার্সেলোনা।
নথিপত্র অনুযায়ী এই ৫ কোটি ৭০ লাখ ইউরোর মধ্যে সান্তোস পেয়েছে মাত্র ৯৩ লাখ ইউরো। কমিশন বাবদ ৪ কোটি ইউরো গেছে বিভিন্ন পক্ষের কাছে, যার মধ্যে রয়েছে নেইমারের বাবাও। বাকি ৭৬ লাখ ইউরো পেয়েছে নেইমারের নিবন্ধনের কিছু অংশের মালিক দুই কোম্পানি টেইসা গ্রুপ ও ডিআইএস।
২০১২ সালের ফিফা বর্ষসেরার তালিকায় নেইমার ছিলেন ১৩তম স্থানে। আগের বছর দশম অবস্থানে ছিলেন তিনি।
২০১৩ সালে তালিকার আরো উপরের দিকে থাকার আশা করতেই পারেন নেইমার। কারণ বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরপরই অনবদ্য খেলে ব্রাজিলকে কনফেডারেশন্স কাপের হ্যাট্রিক শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন নেইমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।