আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতায় কেউ থাকবে না চিরকাল।

মহাবীর অ্যালেক্সান্ডার। বেরিয়ে পড়লেন সৈন্য সামন্ত নিয়ে। জয় করলেন দিগ্বিদিক। তছনছ হল সহস্র জনপদ। পৃথিবী সমীহ করত যাকে, সেই মহাবীর চলে গেল একদিন খালি হাতে।

চূর্ণ হল সাম্রাজ্য। তার দেশ গ্রীস এখন ঋণের ভারে জর্জরিত। হে মহাবীর, তুমি বেচে থাকলে কী করতে জানতে খুব ইচ্ছে করে। অনেক দিন পর শুরু হল রোমানদের যুগ। শক্তিশালী রোমান সাম্রাজ্যের হাতে পদানত হল অসংখ্য জনপদ।

পারস্যের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল নিকট ভবিষ্যতে তাদের বিজয়ের সংবাদের ঘোষণা করে। তারাও এখন অতীত। ঠাই খালি ইতিহাসের পাতায়। ইতিহাসের শূণ্যস্থান এবার দখল করে নেয় আরবরা। দোর্দণ্ড প্রতাপে শাসন করে প্রায় ১২০০ বছর।

ইতিহাসের মোড় আবার ঘোরে। এবার ক্ষমতা ইউরোপের। একসময় ইউরোপও নিজেকে গুটিয়ে নেয়। জার্মানির এক নেতা, নাম হিটলার। খায়েশ হল বিশ্ব শাসন করার।

আবার শুরু হল আক্রমণ। বিশ্ব দেখল অশান্তির স্বরূপ। একসময় সেও শেষ। আসল সোভিয়েত, যুক্তরাষ্ট্র। পুজিবাদ আর সমাজবাদের লড়াই বিশ্ব দেখল প্রায় এক শতাব্দী।

তারপর একজন বিদায় নিল। খন্ড খন্ড ঘটনাও আছে। ভারতের মুসলমানরা অনেক আশা নিয়ে গড়ে পাকিস্তান নামক রাষ্ট্র। আশা একসময় নিরাশায় পরিণত হয়। বুলেটের ব্যবহার অপরিহার্য হয়ে উঠে যখন এক অংশের উপর বুলেট নিক্ষেপ হয়।

একদিন নির্যাতিতের বিজয় আসে। উপহাসের পাত্র ছিল যারা সেই বাঙালীরা আজ বিজয়ী। আরবের এক নেতা সাদ্দাম। পশ্চিমের সাথে দহরম মহরম। পশ্চিমের অস্ত্রে সজ্জিত হয়ে একদিন আক্রমণ করে ইরান, কুয়েত।

যেই পশ্চিম এতদিন সাহায্য করেছিল তারাই এখন তাকে সরিয়ে দেয়। শেষে একদিন ফাসির দড়িতে ঝুলে জীবন দিতে হয় তাকে। শেষ দেখলাম গাদ্দাফিকে। সেও আজ অতীত। শাসকেরা, অপেক্ষা কর।

তোমাদের দম্ভও চূর্ণ হবে। ক্ষমতায় কেউ থাকবে না চিরকাল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.