আহসান জামান আবারও কন্ঠে বেজে ওঠে গর্জন তর্জুনে নাচে শৈশবভোরের পাখি; হাওয়াবেল বাজিয়ে দ্বি-চক্রযানে চলে অবিরাম আলোর পথিক। ধানবনে পাখিদের কলরব। ধীমানে লাঙ্গল ছিঁড়ে, খুঁড়ে তোলে; বহুকাল পুরানো শহরের হাড়গোড়। ঘুমের পাতাল ছিঁড়ে ফসকে পড়ে গেছে কবেই এক একটি কারুকাজ প্রতুল তলদেশে; হাতড়েও মেলে না তার চোখের সমান জল। স্কুলগেটের পাশে ঝুলে আছে কেবল হা-ওয়াই-মেঠাই রংয়ের স্মৃতি আর এক ফুলতোলা রুমালে নিঃসঙ্গতার শোকগাঁথা; পোড়ে রোদ্দুর। বৃক্ষবাকলে আঁকা ছবি মনধরা কান্নারা করে হাহাকার। আবারও জানালায় ভেসে ওঠে মাধবীলতার গন্ধ, রেশমি চূড়ির ছন্দে। বিষণ্নমেলডির সেমিনারে বাজে উলুধ্বনি; শশ্মানে শবযাত্রার পথগুলো মিশে যায় বুনোপথে; যেখানে গভীর নিদ্রায় জোছনা হারায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।