জীবনের এই পড়ন্ত বেলায়
সূর্যাস্তের হালকা রোদ গায়ে মেখে
তোমার উষ্ণ শীতল বুকে মাথা রেখে
গভীর বিশ্বাস আর প্রত্যয় নিয়ে
একটুখানি স্বস্তি পেতে চাই
তাই এত সবুজ অবুঝ কথা বলা!
এই ভাঙ্গা চোরা দুমড়ানো মোচড়ানো জীবনে
অতৃপ্ত হৃদয়ের কামনা বাসনা
ভালো-মন্দ যা কিছু আছে তার
সবটুকু সঁপে দিয়ে
বোকার মতো
নিজেকে একটুখানি হালকা করে নেওয়া!
মূল্যবোধের বাড়ন্তে বেয়াদবের মতো
তোমার কাছ থেকে
একটুখানি ভালোবাসা চেয়ে নেওয়া!
এখন গভীর প্রত্যয়ে
চাঁদের স্নিগ্ধ আলো গায়ে মাখবো
আর অনুভব করবো বলে
শুধুই তোমার দিকে
চেয়ে থাকা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।