অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকাদের অভিধানেই থাকতে পারে।
আগৈলঝাড়া, ২১ অক্টোবর (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় স্কুল শিক্ষিকা শারমিন হত্যার রেশ কাটতে না কাটতেই গাছ কাটাকে কেন্দ্র করে নাতীর ধারালো অস্ত্রের হামলায় খুন হল দাদী। গুরুত্বর জখম হয়েছে দাদা আলী আলম হাওলাদার(৭০)। ২১ অক্টোবর শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক নাতী জাকিরুল হাওলাদার (২৮)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের আক্কাস আলী হাওলাদারের ছেলে জাকিরুল হাওলাদার (২৮) একই বাড়ীর চাচাতো দাদা আলী আলম হাওলাদারের বাড়ীর বাগানে লাগানো একটি গাবগাছ জোর পুর্বক কাটতে গেলে দাদা তোতা হাওলাদার বাধা দেয়। এতে জাকিরুল ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ধারালে দা দিয়ে দাদাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এ সময় তোতা হাওলাদারের স্ত্রী নুর জাহান বেগম (৬৫) বাধা দিলে তাকেও এলোপাথারী কুপিয়ে গুরুত্বর জখম করে নাতী জাকিরুল। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক জাকিরুলকে ধরে গাছের সাথে বেধে রাখে।
গুরুত্বর আহত অবস্থায় উভয়কে প্রথমে স্থানীয় ছয়গ্রাম বাজারের ডাক্তার আনোয়ারের কাছে নেয়া হয়।
রোগীদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর জাহান বেগমকে মৃত্যু ঘোষনা করেন। বর্তমানে আশংকাজনক অবস্থায় তোতা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘাড়ে গুরুত্বর জখম হয়েছে বলে শেবাচিমের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক নাতী জাকিরুল হাওলাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সার্কেল এসপি সাইদুল ইসলাম এবং আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ অশোক কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ অশোক কুমার নন্দী আমাদের বরিশাল ডটকমকে জানান, পুলিশ উতিমধ্যে ঘাতককে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।